স্বতন্ত্র এবং অপ্রচলিত স্টাইল, ফ্যাশনের জন্য পরিচিত উরফি জাভেদ। এই ফ্যাশন ম্যাভারিক সম্প্রতি সিগারেটের বাড দিয়ে তৈরি পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমন পোশাক এর আগে কখনও কাউকে পরতে দেখা যায়নি। অনেকেই পোশাকটিকে পছন্দ করেছেন এবং এটিকে ‘অনন্য এবং শৈল্পিক’ বলে মনে করেছেন।
পোশাকের ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে উরফি লিখেছেন, ‘সিগারেট থেকে পোশাক, এত দিন পর আমার হাত থেকে সিগারেটের মতো গন্ধ আসছিল!’ উরফির শেয়ার করা ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, ক্যাজুয়াল একটি টি-শার্ট পোশাক, হাই হিল পরে রাস্তা থেকে পোড়া সিগারেটের নীচের অংশটুুকু কুড়োচ্ছেন উরফি। এরপর সেগুলি সংগ্রহ করে সিগারেটের বাড দিয়ে পোশাক তৈরি করে পরেছেন তিনি। যদিও ভিডিয়োতে সকলকে ধূমপান এড়ানোর পরামর্শ দিয়েছেন উরফি। সিগারেটের তৈরি এই পোশাকটি পরে উরফি, দেখুন ভিডিয়ো-
আরও পড়ুন: মৎসকন্যা-স্টাইলের পোশাক, মাছের ট্যাঙ্ক গায়ে নিয়ে ব়্যাম্পে হাঁটলেন মডেল! দেখুন ভিডিয়ো