সম্প্রতি কথা সিরিয়ালের একটি অদেখা ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে এই ধারাবাহিকের ফ্যান পেজের তরফে। সেখানেই দাবি করা হয়েছে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দের নাকি সত্যি সত্যিই বিয়ে গিয়ে গিয়েছে। কিন্তু কেন এমন বলা হচ্ছে? কী দেখা যাচ্ছে সেই ভিডিয়োতে?
আরও পড়ুন: সা রে গা মা পা শেষ হতেই নতুন শুরুর ঘোষণা ফার্স্ট রানার আপ ময়ূরীর! এবার কোথায় শোনা যাবে তাঁর গান?
কী দেখা গিয়েছে ভিডিয়োতে?
এদিন কথাগ্নি নামক একটি পেজের তরফে কথা ধারাবাহিকের শ্যুটিংয়ের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে পর্দার পুরোহিত একটি কুনকেতে সত্যিকারের সিঁদুর ঢালছেন যেমনটা বাস্তবের বিয়েতে হয়। তারপর দেখা যাচ্ছে কথা এবং এভি পাশাপাশি বসে আছে অর্থাৎ সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। ক্যামেরা তাঁদের দিকে তাক করা। আর ক্যামেরা রোল হতেই সাহেব ওই সিঁদুর সুস্মিতাকে পরিয়ে দেন। আবার একই সঙ্গে বলেন, 'আমায় বলেছে নাকে ফেলতে হবে।'
এই ভিডিয়ো বর্তমানে ভাইরাল। সিনেমা সিরিয়াল, সিরিজের জন্য অভিনেতা অভিনেত্রীদের একাধিকবার বিয়ের পিঁড়িতে বসতে হয়। কিন্তু সবই তো অভিনয়। সে কথা সকলেই জানা। কিন্তু কথা ধারাবাহিকের অনুরাগীদের মতে এটা নাকি সত্যিই বিয়ে কারণ সত্যিকারের সিঁদুর দিয়েই সুস্মিতার সিঁথি রাঙিয়েছেন সাহেব। আবির বা অন্য কিছু নয়।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'মানুষের থেকে অনেক কথা শোনার পর আমি যে আগেই ঠিক বলেছিলাম সেটা প্রমাণিত হল। ওটা আসল সিঁদুর ছিল।' আরেকজন লেখেন, 'একদম আসল সিঁদুর এটা। এই একইরকম সিঁদুর আমার মাকে পরতে দেখেছি এবং এই সিঁদুরই আমাদের বাড়িতে ঠাকুরকেও পরানো হয়স এটা সত্যিকারের সিঁদুর কোনও আবির টাবির কিচ্ছু নয়।' তৃতীয় জন লেখেন, 'আমি তো প্রথম থেকেই জানতাম এটা আসল সিঁদুর ছিল।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'বিয়ে তাহলে হয়েই গেল।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'এটা হলে আমি তো খুব খুশি।'
আরও পড়ুন: অরিজিতের পাশে জ্বলজ্বল করছেন জগন্নাথ দেব! কনসার্টে ভক্তের হাতে আঁকা উপহার পেয়ে কী করলেন গায়ক?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সাহেব এবং সুস্মিতার এই ধারাবাহিকে কাজ করতে গিয়ে দারুণ বন্ধুত্ব হয়েছে। কিন্তু তাঁদের অনস্ক্রিন, অফ স্ক্রিন রসায়ন দেখে তাঁদের অনুরাগীদের ধারণা তাঁরা নাকি প্রেম করছেন। শুধু তাই সুস্মিতার সম্পর্ক ভাঙার পর অনেকে মনে করেন যে সাহেবের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন বলেই পুরনো সম্পর্ক ভেঙে বেড়িয়ে এসেছেন অভিনেত্রী। তাঁদের পর্দার এই জুটিকে বাস্তবেও দেখতে চান তাঁরা, এমন কথা বহুবার বলেছেন। কিন্তু সাহেব এবং সুস্মিতা দুজনেই বারংবার জানিয়েছেন যে তাঁরা কেবল ভালো বন্ধু হন, অভিনেত্রীর আগের সম্পর্ক ভাঙার সঙ্গে তাঁদের বন্ধুত্বের কোনও যোগ নেই। কিন্তু অনুরাগীদের মন কি আর শোনে, তাও আবার এমন ভিডিয়ো দেখার পর! আপাতত তাই এই শ্যুটিংয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল।