শানের পর এবার বলিউডের গায়ক উদিত নারায়ণের বহুতলে ভয়াবহ আগুন। জানা যাচ্ছে, সোমবার রাত ৯টার দিকে মুম্বইয়ে জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক উদিত নারায়ণের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্রের খবর, বৈদ্যুতিক যন্ত্রপাতির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যাচ্ছে। গায়ক উদিত নারায়ণের বহুতলের বাসিন্দাদের তরফেই এই আগুন লাগার খবর পৌঁছে দেওয়া হয় ফায়ার ব্রিগেড। ঘটনাস্থলে জরুরি ভিত্তিতে পৌঁছোন দমকলকর্মীরা। তবে গায়ক ও তাঁর পরিবার সুরক্ষিত বলেই জানা যাচ্ছে।
উদিত নারায়ণ মুম্বইয়ের আন্ধেরির শাস্ত্রী নগরের স্কাইপ্যানের বাসিন্দা। জানা যাচ্ছে, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে অ্যাপার্টমেন্টটি ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
জানা যাচ্ছে, স্কাইপ্যান অ্যাপার্টমেন্টের ১১ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর গায়ক উদিত নারায়ণ থাকেন, ওই বহুতলের ৯তলায়। জানা যাচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গায়কের এক প্রতিবেশীর প্রাণহানিও হয়েছে। মৃতের নাম রাহুল মিশ্র। ওই বহুতলের ১১ তলাতেই থাকতেন তিনি। অগ্নিকাণ্ডে গুরুতর জখন হয়েছিলেন তিনি। তাঁকে তৎক্ষণাৎ কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি।
এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ১১ তলায় একটি বাড়িতে প্রদীপ জ্বালানো হয়েছিল। সেখান থেকেই পর্দায় আগুন ধরে যায়। তৎক্ষণাৎ বাড়ির গৃহকর্তী ছুটে গিয়ে নিরাপত্তারক্ষীকে বিষয়টি জানান, তবে ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে ওই বহুতলের ১১ তলায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গিয়েছে। তবে এই ঘটনায় এখনও সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের তরফে কোনও বিবৃতি মেলেনি।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর, একই ধরনের ঘটনা ঘটেছিল সঙ্গীতশিল্পী শান-এর বহুতলে। ঘটনায় সময় নিজের ওই বাড়িতেই আটকে সঙ্গীতশিল্পী ও তাঁর পরিবার। সেটি ছিল বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্ট। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ১০টি গাড়ি আগুন নেভানোর কাজ করে। বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টে ১১ তলায় থাকেন গায়ক শান। আর সেদিন ওই বিল্ডিং-এর ৭তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সেবির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছিল বলে জানা গিয়েছিল।