সেন্সর বোর্ডের বাধা থেকে শুরু করে আদালতে মামলা, একাধিক বাধার সম্মুখীন হওয়ার পর অবশেষে শুক্রবার অর্থাৎ ৮ আগস্ট বড় পর্দায় মুক্তি পেল ‘উদয়পুর ফাইলস'। ২০২২ সালে উদয়পুরের দর্জি কানহাইয়া লালের বাস্তব জীবনের ওপর নির্ভর করে তৈরি হওয়া এই ছবিটি দেখে মুগ্ধ মৃত দর্জির পরিবারের সদস্যরা।
ছবিটি মুক্তির পর প্রয়াত দর্জির দুই ছেলেকে উদয়পুরের সিনেমা হলে সাদরে অভ্যর্থনা জানানো হয়। সিনেমা হলে নিহত দর্জির ছবি মাঝখানে রেখে তার দুই পাশে দুটি আসন সংরক্ষিত করে রাখা হয় দুই ছেলের জন্য। ছবিতে বাবার মৃত্যুর দৃশ্য দেখে আবেগতাড়িত হয়ে পড়েন দুই ছেলে।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
ছবিটি দেখার পর ANI - এর সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে কানহাইয়ার ছেলে যশ বলেন, ‘এই সিনেমাটি দেশের প্রত্যেক জনগণকে দেখার জন্য অনুরোধ করছি। ২৮ জুন আমার বাবার সঙ্গে ঠিক কী ঘটেছিল, সেটা সকলের দেখা উচিত। দেশে সন্ত্রাসবাদের শিকড় যে কতটা ছড়িয়ে দিয়েছে তা বোঝার জন্য সকলকে এই ছবিটি দেখার জন্য আবেদন জানাচ্ছি।’
যশ আরও বলেন, ‘এই সিনেমাটি কোনও ধর্মের বিরোধিতা করে বানানোর ছবি নয়। সিনেমাটি কোনও সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করেনি। এই ছবিটিতে শুধু সত্য ঘটনা দেখানো হয়েছে। দয়া করে সবাই ছবিটি একবার হলেও দেখে আসবেন।’
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
প্রসঙ্গত, ‘উদয়পুর ফাইলস’ ছবিতে উদয়পুরের দর্জি কানহাইয়া লালের হত্যার ঘটনা দেখানো হয়েছে যাকে দুই ব্যক্তি প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রাক্তন বিজেপি মুখপাত্র নুপুর শর্মার সমর্থনে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট শেয়ার করার অপরাধে খুন করা হয় তাঁকে। ছবিটি পরিচালনা করেছেন ভারত এস শ্রীনাথ এবং জয়ন্ত সিনহা। প্রযোজনা করেছেন অমিত জানি।
উল্লেখ্য, ছবিটি গত ১১ জুলাই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে ১০ জুলাই ছবিটি মুক্তির ওপরে স্থগিতাদেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট। পরে তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের হস্তক্ষেপে এই ছবিটি মুক্তি পেল ৮ আগস্ট।