জি বাংলায় আসছে জোড়া নতুন সিরিয়াল। আগেই জানা গিয়েছিল ১০ মার্চ থেকে শুরু হচ্ছে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের চিরদিনই তুমি যে আমার ১০ মার্চ থেকে শুরু হবে। এবার জানা গেল একই দিন থেকে শুরু হচ্ছে তুই আমার হিরো। কিন্তু কখন দেখা যাবে এই মোহনা এবং রুবেলের নতুন জুটির এই ধারাবাহিক?
কবে আর কখন থেকে দেখা যাবে তুই আমার হিরো?
তুই আমার হিরো ধারাবাহিকটি আগামী ১০ মার্চ থেকে শুরু হতে চলেছে। মোহনা মাইতি এবং রুবেল দাস অভিনীত এই ধারাবাহিকটি রোজ সন্ধ্যা ৬ টায় দেখতে পাবেন দর্শকরা। অর্থাৎ নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হলেও মন খারাপ করার দরকার নেই রুবেলের অনুরাগীদের। ওই একই স্লটে নতুন গল্প নিয়ে, নতুন রূপে ধরা দেবেন নায়ক।
তুই আমার হিরো ধারাবাহিকের প্রোমো
এদিন জি বাংলার তরফে তুই আমার হিরো ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আনা হল। সেখানেই দেখা যাচ্ছে রুবেলের জন্মদিন। তার ঠাকুমা চিন্তা করছে যে ছেলেটা পায়েস না খেয়েই শ্যুটিংয়ে চলে গেল এবার কী হবে? তখন নায়কের মা এসবের থেকে হেলথি খাবারের কথা বলতে এলেই মোহনা টিফিন বক্স রেডি করে জানায় যে ঠাকুমার চিন্তার কারণ নেই, তাঁর নাতি আজ পায়েস খাবেই। শাশুড়ি বাধা দেওয়ার চেষ্টা করলেও সে বেরিয়ে পড়ে। পৌঁছে যায় শ্যুটিং ফ্লোরে। বউকে দেখে মোটেই খুশি হয় না নায়ক। থমকে যায় শ্যুটিংও। কিন্তু সে মেয়েও নাছোড়বান্দা। জানিয়ে দেয় নায়ক যতক্ষণ না পায়েস খাচ্ছে সে ততক্ষণ ওখান দিয়ে যাচ্ছে না। শ্যুটিংও হবে না। বলাই বাহুল্য দুজনের মধ্যে যে এখনও তেমন প্রেম গড়ে ওঠেনি সেটা বোঝা যাচ্ছে। কিন্তু কীভাবে এমন সাদামাটা একজন মেয়ের সঙ্গে হিরোর প্রেমটা অবশেষে হয় সেটা নিয়েই তো এই ধারাবাহিক! প্রসঙ্গত এই ধারাবাহিকে মোহনার চরিত্রের নাম আরশি চ্যাটার্জী।
কে কী বলছেন?
এই প্রোমো প্রকাশ্যে আসতেই ভীষণ খুশি দর্শকরা। কেউ কেউ আবার একই ধরনের গল্প বলে কিছুটা হতাশ। এক ব্যক্তি লেখেন, 'যাই হোক নিম ফুলের মধুর মতো ইউনিক আর হতে পারবে না।' আরেকজন লেখেন, 'জলসার ভক্তগুলো কোথায়? ওরা না চোখের তারা সিরিয়ালের সাথে তুলনা করছিল? তারা কই গেল? কানা চোখ দিয়ে দেখে যা কত ডিফারেন্স, আমি কমেন্ট করে যাচ্ছি এই সিরিয়াল শ্রীঘই স্লট পাবে।' তৃতীয় জন লেখেন, 'নিম ফুলের মধুকে খুব মিস করব, বিশেষ করে আমাদের সৃপর্না জুটিকে। এখানে মোহনার বদলে পল্লবীকে রাখলে ভালো হতো।'