সিরিয়ালগুলোর চলতি সপ্তাহের স্কোর কার্ড প্রকাশ্যে এল। এবারের টিআরপি তালিকায় চমক দিল রাঙামতী তীরন্দাজ। নম্বর কমলো পরশুরামের। বেঙ্গল টপার হল কে? সেরা ৫ এই বা জায়গা পাকা করল কারা?
চলতি সপ্তাহের টিআরপি তালিকা
এই সপ্তাহেও গত সপ্তাহের মতো একই নম্বর স্কোর করে প্রথম স্থানে রয়েছে উদয় ঈশানির ধারাবাহিক পরিণীতা। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.০। দ্বিতীয় স্থানেও কোনও বদল ঘটেনি। গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও দ্বিতীয় স্থান ধরে রেখে কিছুটা নম্বর বাড়াল ফুলকি এবং জগদ্ধাত্রী। দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৯। তৃতীয় স্থানে পরশুরাম আজকের নায়ককে সরিয়ে উঠে এসেছে রাঙামতী তীরন্দাজ। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৬।
আরও পড়ুন: উপহার দিয়েছেন একাধিক দেশাত্মবোধক সিনেমা, দেখুন তো কথাকলির পোশাকে অভিনেতাকে চিনতে পারছেন?
আরও পড়ুন: 'দাদাভাই আমার দাদাভাই' বলে ডাক! বিশেষভাবে সক্ষম ভক্তকে জড়িয়ে স্নেহ শিলাজিতের, কী কী উপহার পেলেন?
চতুর্থ স্থানে পরশুরাম আজকের নায়ক। ইন্দ্রজিৎ তৃণার এই মেগার প্রাপ্ত নম্বর ৬.৪। পঞ্চমে যুগ্ম ভাবে রয়েছে দুই মেগা। ৬ নম্বর স্কোর করে এই সপ্তাহ পঞ্চম হয়েছে কথা এবং চিরদিনই তুমি যে আমার। ফলে এখান থেকে বেশ স্পষ্ট গত কয়েক দিনে শুরু হওয়া ধারাবাহিকগুলো টিআরপিতে বেশ ভালোই চমক দেখাচ্ছে।
এক নজরে এই সপ্তাহের সেরা ১০:
প্রথম: পরিণীতা (৭.০)
দ্বিতীয়: ফুলকি / জগদ্ধাত্রী (৬.৯)
তৃতীয়: রাঙামতী তীরন্দাজ (৬.৬)
চতুর্থ: পরশুরাম (৬.৪)
পঞ্চম: কথা / চিরদিনই তুমি যে আমার (৬.০)
ষষ্ঠ: গৃহপ্রবেশ (৫.৭)
সপ্তম: চিরসখা / গীতা এলএলবি / কোন গোপনে মন ভেসেছে (৫.৪)
অষ্টম: অনুরাগের ছোঁয়া এবং রোশনাই- এর প্রথম ১৫ মিনিট (৪৫ মিনিটের স্লটে প্রাপ্ত নম্বর ৫.০)
নবম: মিত্তির বাড়ি (৪.৭)
দশম: দুগ্গামণি ও বাঘমামা (৩.৭)
আরও পড়ুন: অ্যাঞ্জেলিনা জোলির জীবনের উপর ভিত্তি করেই বানানো হয়েছে কিলবিল? কী জানালেন সৃজিত?
অন্যদিকে নন ফিকশন শোয়ের মধ্যে ড্যান্স বাংলা ড্যান্স পেয়েছে ৩.৮। দিদি নম্বর ওয়ানের সানডে এপিসোড একটু এগিয়ে রয়েছে এই ক্ষেত্রে তার প্রাপ্ত নম্বর ৪.৫। যদিও সোম থেকে শনিবার পর্যন্ত দিদি নম্বর ওয়ানের প্রাপ্ত নম্বর ১.৩ এবং ১.৯।