চলতি সপ্তাহে এল রাজরাজেশ্বরী রাণী ভবানী ও দাদামণি ধারাবাহিকের প্রথম টিআরপি। দুজনেই একইদিনে একইস্লটে মুখোমুখি হয়ে যাত্রা শুরু করেন। গৃহপ্রেবেশের স্লট দেওয়া হয় রাণী ভবানীকে। বারবরই ঐতিহাসিক গল্প নিয়ে সিরিয়ালের চাহিদা বাংলায় তুঙ্গে। আর এবারেও আশাহত করল না স্টার জলসা। স্লট পেল রানী ভবানি, প্রাপ্ত রেটিং ৬.৭। চতুর্থ স্থান দখলে। আর উলটো দিকে থাকা জি বাংলার দাদামণি-র প্রাপ্ত নম্বর এল ৫.৮। প্রতীকের মেগা ষষ্ঠ স্থানে।
তবে চলতি সপ্তাহে বেঙ্গল টপার সেই পরশুরামই। এবারেও ৭.৫ রেটিং পেয়ে সকলের ধরাছোঁয়ার বাইরে। আর দ্বিতীয় স্থানে ফুলকি। সঙ্গে আরেক যে ধারাবাহিক বিশেষভাবে উল্লেখের দাবি রাখে, তা হল চিরসখা। ৬.৮ রেটিং পেয়ে স্বতন্ত্র-কমলিনীর গল্প এসে গেল তৃতীয় স্থানে। যৌথভাবে তৃতীয় হয়েছে জগদ্ধাত্রীও।
পরিণীতার নম্বর এই সপ্তাহে কিছুটা ভালো। পেল পঞ্চম স্থান। রাঙামতি তীরন্দাজের সঙ্গে যৌথভাবে পাঁচ নম্বরে। এদিকে চিরসখা-র কাছে স্লট হারালেও, কোন গোপনে মন ভেসেছে-র রেটিং ৪.২।
দেখে নিন টিআরপিতে সেরা দশের তালিকা-
প্রথম: পরশুরাম (৭.৫)
দ্বিতীয়: ফুলকি (৭.১)
তৃতীয়: জগদ্ধাত্রী, চিরসখা (৬.৮)
চতুর্থ: রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৭)
পঞ্চম: রাঙামতি, পরিণীতা (৬.২)
ষষ্ঠ: আমাদের দাদামণি (৫.৮)
সপ্তম: চিরদিনই তুমি যে আমার/ অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min) 5.7 (৫.৭)
অষ্টম: কথা (৪.৯)
নবম: কোন গোপনে মন ভেসেছে/ গৃহপ্রবেশ(15 min)+শুভ বিবাহ 4.2
দশম: তুই আমার হিরো (৩.৯)
স্লট বদলে রাত ১০-১৫-তে যাওয়ার পর, সেরা দশ থেকে ছিটকে গেল মিত্তির বাড়ি ধারাবাহিক। তবে গৃহপ্রবেশ কিন্তু নতুন সময়েও হিট। একসময়ের টিআরপি টপার কথা-র নম্বরও দিনদিন কমছে। এই সপ্তাহে নম্বর এল ৪.৯। জগদ্ধাত্রীর কাছে একটানা স্লট হারাচ্ছে জলসার এই মেগা।
নন ফিকশনের কথা বললে, বড় বিতর্কে ডান্স বাংলা ডান্স। চণ্ডালিকায় হিন্দি গানের ব্যবহারে খুব বিরক্ত বাঙালি দর্শকরা। যা নিয়ে অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করেছেন। দেখা গেল চলতি সপ্তাহে জি বাংলার এই নাচের শো-র টিআরপি এল ৪.৩।