ক্রিকেটের মাঠে তিনি সুপারহিট, প্রশাসকের ভূমিকাতেও সমান সফল। তবে এর বাইরে সৌরভের আরও একটি পরিচয় রয়েছে। বাংলা টেলিভিশনের অন্যতম সফল সঞ্চালক তিনি। ‘দাদাগিরি’ শো-এর সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে মহারাজের নাম। টেলিভিশনের পর্দায় মহারাজের রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে দর্শককুলের মধ্যে উন্মাদনা তুঙ্গে তার প্রমাণ মিলেছিল গত সপ্তাহেও। এই সপ্তাহেও সেই ধারা অব্যাহত থাকল। পুজোর মরসুম আর ক্রিকেশ বিশ্বকাপের জোড়া ফলায় বিদ্ধ সিরিয়াল থেকে রিয়ালিটি শোগুলি। কমেছে নম্বর। তবে প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহে সামন্য হলেও বাড়ল দাদার পয়েন্ট। আরও পড়ুন-চমক জল থই থই ভালোবাসার! পিছলে গেল জগদ্ধাত্রী, টিআরপি টপার অনুরাগের ছোঁয়া না ফুলকি?