এসে গেল টিআরপি-র সাপ্তাহিক ফলাফল। প্রথমবার টিআরপি টপার হল রাজরাজেশ্বরী রানী ভবানী। স্টার জলসার এই মেগা-র কাছে হারতে হল পরশুরামকে। বিগত ১৩ সপ্তাহ ধরে টপার থাকার পর, জায়গা ছাড়তে হল রানী ভবানীকে। রাজনন্দিনী পালের টিআরপি ৭.১।
আর রানী ভবানীর কাছে স্লট হারিয়ে দাদামণির রেটিং উঠল মাত্র ৫.০। এই সপ্তাহে প্রতীক সেনের মেগা ৯ নম্বরে। আর এত দিনের বেঙ্গল টপার পরশুরাম পরিণীতার কাছে হারাল স্লট। ৫.৮ রেটিং পেয়ে তিন নম্বরে। বহুদিন পর দ্বিতীয় স্থানে পরিণীতা। আর চারে জগদ্ধাত্রী, রেটিং ৬.৭। পাঁচে যৌতভাবে ফুলকি ও রাঙামতি তীরন্দাজ।
এই সপ্তাহে এল লক্ষ্মী ঝাঁপি-র টিআরপি রেটিংও। গীতা এলএলবি-র স্থান নিয়েছে লক্ষ্মী ঝাঁপি। দুজনের যৌথ রেটিং এই সপ্তাহে এল ৩.৭।
দেখে নিন টিআরপি-তে সেরা ১০ তালিকা:
প্রথম: রাজরাজেশ্বরী রানী ভবানী (৭.১)
দ্বিতীয়: পরিণীতা (৬.৯)
তৃতীয়: পরশুরাম (৬.৮)
চতুর্থ: জগদ্ধাত্রী (৬.৭)
পঞ্চম: ফুলকি, রাঙামতি তীরন্দাজ (৬.৪)
ষষ্ঠ: চিরসখা (৬.২)
সপ্তম: চিরদিনই তুমি যে আমার (৫.৭)
অষ্টম: অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min) (৫.১)
নবম: আমাদের দাদাণি (৫.০)
দশম: কথা (৪.৭)
চলতি সপ্তাহে নম্বর বাড়ল চিরসখারও। কোর্ট কেস বেশ টানটান, চন্দ্র আর কমলিনীর ডিভোর্সটা হচ্ছে কি না, স্বতন্ত্র আর কমলিনীর সম্পর্ক কোনদিকে মোড় নেবে জানতে উদগ্রীব দর্শকরা। যার ফলে নম্বর বাড়া স্বাভাবিক। ৬.২ রেটিং পেয়ে লীনা গঙ্গোপাধ্যায়ের এই মেগা ষষ্ঠ স্থানে। আর ঠিক তারপরেই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক। রেটিং অনেকটাই কম, ৫.৭।
এদিকে গত কয়েকদিন ধরে জিতু কমল আর দিতিপ্রিয়া রায়ের ঝামেলা নিয়ে চর্চা চারদিকে। ফলে রটে গিয়েছে যে, বন্ধ হয়ে যেতে পারে এই মেগা। এমনকী, দিতিপ্রিয়া চিরদিনই তুমি যে আমার ছেড়ে দিতে চান, এমন একটি কমেন্টও করেছেন। এখন দেখার, এই ঝামেলায় কতটা প্রভাব পড়ে ধারাবাহকে। এর আগে এভাবেই সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়ের ঝামেলার কারণে তলানিতে গিয়েছিল মিঠাই ধারাবাহিকের রেটিং।
স্লট বদল হওয়ার পরেও, বেশ ভালোই নম্বর তুলছে গৃহপ্রবেশ। কথা-র নম্বর কমতে কমতে চলে এসেছে দশম স্থানে।
আর নন ফিকশনের কথা বললেডান্স বাংলা ডান্স শোয়ের এবারের রেটিং ৪.৪। যেখানে জলসার সানডে ফিকশন পেয়েছে ৬.২। দিদি নম্বর ১-এর সানডে এপিসোডের রেটিং হল ৪.৪।