পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর নিজের শোয়ার ঘর থেকে প্রথমবার এমনই একটা সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন নব-বিবাহিতা পিয়া চক্রবর্তী। ‘merci’ যেটি কিনা একটি ফার্সি শব্দ। ক্যাপশানে পিয়া লিখেছেন, ‘হোম ভাইবস। উষ্ণতা এবং ভালবাসা মাখা, Merci Beaucoup’। ফার্সি শব্দ Merci Beaucoup-এর অর্থ ধন্যবাদ।
পরম-পিয়া, স্বস্তিকা, আবির-নন্দিনী
বিছানার পাশে ছোট্ট টেবিল, সেখানে রাখা টেবিল ল্যাম্পের আলোতে উজ্জ্বল ফুলদানি। তাতে সাজানো রয়েছে একগুচ্ছ সাদা ফুল। সামনে রাখা একটি হাতে আঁকা ছবি। যেখানে এক পুরুষ আলিঙ্গন করে রয়েছেন এক নারীকে। আশেপাশে হৃদয়ের মোটিভ। ছবির নিচে লেখা ‘merci’।
পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর নিজের শোয়ার ঘর থেকে প্রথমবার এমনই একটা সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন নব-বিবাহিতা পিয়া চক্রবর্তী। ‘merci’ যেটি কিনা একটি ফার্সি শব্দ। পিয়ার লেখা ক্যাপশানে স্পষ্ট হয়েছে তিনি ঠিক কী বার্তা দিতে চেয়েছে। ক্যাপশানে পিয়া লিখেছেন, ‘হোম ভাইবস। উষ্ণতা এবং ভালবাসা মাখা, Merci Beaucoup’। ফার্সি শব্দ Merci Beaucoup-এর অর্থ ধন্যবাদ। পিয়া হ্যাজট্যাগে দিয়েছেন, #HappyPlace(সুখের স্থান) পিয়া চক্রবর্তীর ইনস্টাস্টোরিতেও রয়েছে এই একই পোস্ট।