বাংলা নিউজ > বায়োস্কোপ > Tomader Rani: এখনও ডাক্তার হল না, এদিকে ট্রেনের মধ্যেই সহযাত্রীর সন্তানপ্রসব করাবে রানি!
পরবর্তী খবর
Tomader Rani: এখনও ডাক্তার হল না, এদিকে ট্রেনের মধ্যেই সহযাত্রীর সন্তানপ্রসব করাবে রানি!
1 মিনিটে পড়ুন Updated: 01 Mar 2024, 12:30 PM ISTSubhasmita Kanji
Tomader Rani: এখনও ডাক্তার হয়নি, তার আগেই ট্রেনে সহযাত্রীর সন্তান প্রসব করাবে রানি। প্রোমো প্রকাশ্যে আসতেই কী বলছে নেটপাড়া?
ট্রেনের মধ্যেই সহযাত্রীর সন্তানপ্রসব করাবে রানি!
স্টার জলসার তোমাদের রাণী ধারাবাহিক এখন হিট! বলা ভালো এই মেগার দুই প্রধান মুখ দুর্জয় এবং রানির জুটি হিট। অভিকা এবং অর্কপ্রভর রসায়ন নজর কেড়েছে দর্শকদের। কিন্তু একি! আচমকা এ হেন ধারাবাহিককেই কিনা পড়তে হল ট্রোলের মুখে!
তোমাদের রাণী ধারাবাহিকের নতুন প্রোমো
তোমাদের রাণী ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে দুর্জয় যখন রানিকে ফেলে কলকাতা চলে আসে রাগ করে তখন রানি একাই শ্বশুর বাড়ি আসার সিদ্ধান্ত নেয়। সে যে ট্রেনে বাড়ি ফিরছিল সেই ট্রেনেই আচমকা এক সহযাত্রীর প্রসব বেদনা শুরু হয়। তখন ট্রেনেই ডাক্তারের খোঁজ শুরু হয়। রানি জানায় সে মেডিক্যাল স্টুডেন্ট। তখন অনেকেই আপত্তি জানান যে ও এখনও ডাক্তার হয়নি ও কী করে প্রসব করাবে? যদিও সেসব উপেক্ষা করেই রানি জানায় এখনই প্রসব না করালে ক্ষতি হবে, এবং কিছু জিনিস চায়। সেসব ট্রেনে জোগাড়ও হয়ে যায়। তখন সেই চলন্ত ট্রেনে সহযাত্রীর সন্তান প্রসব করায় রানি।
এই প্রোমো প্রকাশ্যে আসার পরই নেটিজেনরা ভারী মজা পেয়েছেন। এক নিয়মিত দর্শক লেখেন, 'হ্যাঁ, ডাক্তার হতে না হতেই এক কাঁদি। এরপর ডাক্তার হলে যে কী হবে!' আরেকজন লেখেন, 'গল্পের গরু গাছে ওঠা একেই বলে। ট্রেনে সব জিনিসের জোগাড় ছিল!' কেউ আবার লেখেন, 'রানি থাকবে কতক্ষন, রানি...'
এখন কী দেখানো হবে তোমাদের রাণী ধারাবাহিকে?
এই ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে রানি এবং দুর্জয় রানির বাপের বাড়ি এসেছে। সেখানে এসে সে প্রাণপণ চেষ্টা করছে তার ননদের বরের কারসাজি ধরার। সোনা বন্দক দিয়ে টাকা পাওয়ার ভুয়ো ব্যবসার জাল ছিঁড়তে চাইছে সে। আর তার এভাবে গর্ভবতী অবস্থায় টোটো করা মোটেই পছন্দ করছে না তার বর দুর্জয়। সেই নিয়েই দুজনের অশান্তি।