
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মঙ্গলবার ‘ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানকে কেন্দ্র করে, উত্তাল হয়েছিল চারদিক। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে। প্রশাসনের তরফে আন্দোলনকারীদের আটকাতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যাবহার করা হয়। সঙ্গে সামনে আসা কিছু ফুটেছে, আন্দোলনকারীদের হাতেও বাঁশ, ইট ধরা পড়েছে।
তবে অভয়ার জন্য বিচার চাইতে আসা মঙ্গলবারের যে মিছিল, তা নিয়ে আগেই প্রতিবাদ উঠেছিল। এতে বিজেপি-আরএসএস-এর মদত আছে, উঠেছিল দাবি। এমনকী, যে মহিলারা প্রথম রাত দখলের দাবি জানিয়েছিলেন, তাঁরাও বিবৃতি দিয়ে জানিয়ে দেন, যাতে এই ‘রাজনৈতিক মদতপুষ্ঠ’ জমায়েতে সাধারণ মানুষ না আসেন। মঙ্গলবার রাত থেকে, ‘ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানকে সমালোচনায় বিঁধেছেন টলিউডের বেশ কিছু তারকা। যাতে রয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যও।
অপরাজিতা ফেসবুক পোস্টে লিখলেন, ‘ছাত্র সমাজের ডাক মানে হল শিক্ষার ডাক, শিক্ষিতের ডাক ,আলোর ডাক, ভিতরের অন্ধকার মুছে ফেলে আলোর উন্মোচনের ডাক, সমাজকে সচেতন করে শীত ঘুম ভাঙ্গানোর ডাক। নূতন যৌবনের দূতদের ডাক। তারা বুক পাততে জানে। তারা পুলিশকে ঢিল ছুঁড়তে পারে এটা আমি বিশ্বাস করি না। যারা ঢিল ছোঁড়ে তারা কখনও ছাত্র সমাজ হতে পারে না। সত্যিই যারা ছাত্র সমাজ এবং যারা সেই সমাজের প্রতিমূর্তি এটা তাদের কলঙ্কিত করা এবং কলুষিত করা।’
‘জানি আমার এই বক্তব্যের বিপক্ষে যুক্তি দেয়ার প্রচুর লোক আছেন কিন্তু আমরা গণতান্ত্রিক সমাজে বাস করি আমাদের নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে। যারা সক্রিয় ভাবে JUSTICE FOR RG KAR আন্দোলনটা করছেন, যে ছাত্র সমাজ করছে, যে মেডিকেল এর ছাত্ররা করছেন, বিভিন্ন মাধ্যম থেকে যারা আন্দোলন করছেন,যে সাধারণ মানুষ আন্দোলন করছেন বিশেষভাবে সক্ষম যে সমস্ত মানুষরা, যারা আন্দোলন করছেন, যারা নিঃস্বার্থভাবে আন্দোলন করছেন, যারা শুধুই বিচারের স্বপক্ষে, তাদের আবেগকে ধাক্কা দেওয়ার অধিকার কারোর নেই। সেটা কোন রাজনৈতিক দলেরও নেই, সেটা কোন মাধ্যমের ও নেই। সেটা কোনো মানুষেরও নেই। এই ধরনের আচরণ শুধুই মনুষ্যত্বের অপমান।’, আরও লেখেন অভিনেত্রী।
এদিকে বিজেপি নেতা শুভে্দু অধিকারী বুধবার রাজ্যজুড়ে বাংলা বন্ধের ডাক দিয়েছেন। সকাল থেকে বাস, ট্রেন অবরোধ করতে রাস্তায় নেমেছেন বিজেপি বিধায়ক ও কর্মীরা। এদিকে, এদিনও রয়েছে ইউজিসি নেটের পরীক্ষা। ফলে রীতিমতো বিপাকে পড়তে হবে পরীক্ষার্থীদের। সকাল থেকেই শুরু হয়েছে গ্রেফতার। এমনকী, বন্ধ ঠেকাতে রাস্তায় শাসকদল তৃণমূলও।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports