গ্যাভি চাহাল বলেন, ‘আমি একটা পঞ্জাবি ছবির জন্য পঞ্জাবে শুটিং করছিলাম। বৃষ্টিতে বেশকিছুদিনের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তারপরে আমি পঞ্জাবের শহর ও গ্রামের ভিডিয়ো দেখি। তারপর আমি কয়েকজন বন্ধুকে ডেকে, খাবার, ওষুধ এবং কিছু জামা-কাপড় নিয়ে একটি ট্রলিতে বোঝাই করে সকালে সেখানে পৌঁছে যাই।
গ্যাভি চাহাল
এক কোমর জল, সেখানেই লাইফ জ্যাকেট পরে পঞ্জাবের পাতিয়ালার জলমগ্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা গ্যাভি চাহাল। বন্যা বিধ্বস্ত এলাকায় মানুষকে জল, খাবার বিতরণ করছেন। সঙ্গে দিচ্ছেন প্রয়োজনীয় ওষুধপত্র। পঞ্জাবে কঠিন সময়ে এভাবেই নিজেকে সেবায় ব্রতী করেছেন 'এক থা টাইগার' এবং 'টাইগার জিন্দা হ্যায়' অভিনেতা।
যাদেরই সাহায্য প্রয়োজন, তাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন অভিনেতা গ্যাভি চাহাল। পঞ্জাবের জলমগ্ন এলাকাতেই মানুষের কাছে খাবার বিতরণের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা নিজেই। ভিডিয়োটি পোস্ট করে অভিনেতা গ্যাভি লেখেন ‘নানক নাম চারদিকলা তেরে ভানে শরবত দা ওয়াহেগুরু জি মেহের করিও, চারদিকলা!!' খালসাএড ইন্ডিয়া ও খালসা এড নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে গ্যাভি জানিয়েছেন 'এরাঁ সবসময় মানুষের সেবা করতে এগিয়ে এসেছে। এলাকার যে কোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন! আসুন মানবতার সেবা করি ওয়াহেগুরু।’