ফের ছোট পর্দায় নতুন ধারাবাহিক নিয়ে আসতে চলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এবার তাঁর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে মোহর ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রীকে। বলাই বাহুল্য এই ধারাবাহিকে ছোট পর্দার দর্শকরা একদম নতুন একটি জুটি পেতে চলেছেন। কে সেই অভিনেত্রী?
কী জানা গিয়েছে?
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতায় দেখা যাচ্ছে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। উদয়, ঈশানির এই মেগায় তাঁকে খলনায়কের চরিত্রে দেখা যাচ্ছে। এবার জানা গেল জি বাংলার পাশাপাশি অভিনেতাকে দেখা যাবে স্টার জলসার পর্দাতেও। এই চ্যানেলের আসন্ন ধারাবাহিক বুলেট সরোজিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দেবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। যদিও এর আগেও এই চ্যানেলে দেখা গিয়েছিল অভিনেতাকে। গৌরব চট্টোপাধ্যায়, শোলাঙ্কি রায়ের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল গাঁটছড়া ধারাবাহিকে। সেখানে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন শ্রীমা ভট্টাচার্য। এবার জানা গেল বুলেট সরোজিনী ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। আর তাঁর বিপরীতে থাকবেন নিশান্তিকা দাস। যদিও এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি। তবে টিভি ৯ বাংলার একটি রিপোর্টে তেমনটাই জানানো হয়েছে।
প্রসঙ্গত নিশান্তিকা দাসকে এর আগে দর্শকরা একাধিক ধারাবাহিক যেমন মোহর, নবাব নন্দিনী, শ্রীময়ী, ইত্যাদিতে কাজ করেছেন। এছাড়াও ক্ষ্যাপা, ইত্যাদি সহ বেশ কিছু সিনেমা সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে কথা ধারাবাহিকে। অন্যদিকে অনিন্দ্য চট্টোপাধ্যায় সিনেমা, সিরিজ, ছোট পর্দা সর্বত্র একসঙ্গে দাপিয়ে কাজ করে চলেছেন। তাঁকে বর্তমানে কিলবিল সোসাইটি ছবিতেও দেখা যাচ্ছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো বুলেট সরোজিনী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে তিনজনকে। ত্রিকোণ প্রেমের গল্প ফুটে উঠবে কিনা সেটা সময়ই বলবে। তবে এই তিন চরিত্রে দেখা যাবে দিয়া বসু, অভিষেক বীর শর্মা এবং অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। নায়িকার শাশুড়ির ভূমিকায় দেখা যাবে শ্রীময়ী চট্টরাজকে।