বাংলা নিউজ > বায়োস্কোপ > ১২ বছর পার! ছোট্ট সুহানা-অনন্যার শরীর-রূপে অবাক করা বদল, IPL ট্রফি জয় KKR-এর
পরবর্তী খবর
সানরাইজার্স হায়দারবাদকে ফাইনালে দুরমুশ করে আইপিএল ট্রফি ছিনিয়ে দিল শাহরুখ খানের কেকেআর। তৃতীয় আইপিএল ট্রফি ঘরে আনল কলকাতা। একপেশে ফাইনালে প্যাট কামিন্সের দল মাত্র টসে জিতলেও ২২ গজে টিকতেই পারল না। প্রথমে ব্যাট করে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় হায়দরাবাদ। জবাবে মাত্র ১০.৩ ওভারেই নির্ধারিত রান তুলে ৮ উইকেটে সহজ জয় পেল কেকেআর। আরও পড়ুন-KKR vs SRH: IPL ফাইনালে ‘বিরিয়ানি ডার্বি’, কলকাতা-হায়দরাবাদ টক্কর! আক্রম বললেন, 'ওটা পোলাও…'