বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল ফের বি-টাউনের ছবিতে দেখা যাবে পাক-অভিনেতা ফাওয়াদ খানকে। তাঁর বিপরীতে থাকবেন বাণী কাপুর। তাঁদের সেই ছবি ‘আবির গুলাল’-এর ট্রেলারও ১ এপ্রিল প্রকাশ্যে আসে। ছবিটি ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল। ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। পাক-অভিনেতা ছবিতে থাকাতেই মূলত এই বিতর্কের সূত্রপাত, ওঠে বয়কটের ডাকও। তার মধ্যেই কাশ্মীরের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা এতে খানিক ঘৃতাহুতির কাজ করে। নতুন করে আরও জলঘোলা হতে শুরু করে। এবার খবর এই ছবিটি নাকি ভারতে মুক্তি পেতে দেওয়া হবে না।
কী ঘটেছে?
ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর দেশজুড়ে পাক-বিরোধী মনোভাব এখন প্রবল। এই আবহে হল মালিকরা ‘আবির গুলাল’ প্রেক্ষাগৃহে আনা ব্যাপারে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তবে তা নিয়ে নির্মাতাদের সঙ্গে আলোচনা চলছিল তাঁদের। শোনা যাচ্ছিল ছবিটির মুক্তির দিন নাকি পিছিয়ে যেতে পারে। তবে এই সব আলোচনার মাঝেই প্রকাশ্যে আসে এই ছবি ভারতে মুক্তি পাবে না। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত 'আবির গুলাল' ছবিটি ভারতে মুক্তি পেতে দেওয়া হবে না।প্রসঙ্গত, বুধবার এক বিবৃতিতে, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) তাদের নির্দেশিকায় ফের জানায় যে, ভারতীয় ছবি ও বিনোদন শিল্পের সঙ্গে যুক্তরা যে কোনও পাকিস্তানি শিল্পী, গায়ক এবং টেকনিশিয়ানদের সঙ্গে সম্পূর্ণ অসহযোগিতা করবে।
ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক পণ্ডিত মূলত এই ছবি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন। তাঁর কথায়, ‘এই ঘটনা জাতির বিরুদ্ধে যুদ্ধ। এই প্রথমবার নয়... এই হামলা ৩০ বছর ধরে চলছে। আমরা, একটি সংস্থা হিসাবে, হাতজোর করে পাকিস্তানিদের সঙ্গে কাজ না করার অনুরোধ করেছি। ওঁরা শিল্পী সম্প্রদায়, এই বাজে অজুহাত দেখায়, তবে শেষ পর্যন্ত দেশের স্বার্থই সবার আগে। লোকজন হয়ত ভাবেন, আমার বাড়ির লোক তো মরেনি, তাই আমার কিছু যায় আসে না, কিন্তু যদি এই ছবির নায়িকা বা নির্মাতাদের পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসবাদীরা গুলি চালাত, তাহলে কি ওঁরা ফাওয়াদ খানের সঙ্গে কাজ করতেন?’
তবে ভারতে ফাওয়াদ অভিনীত কোনও ছবির মুক্তি নিয়ে এই প্রথম সমস্যা দেখা দিয়েছে তা কিন্তু নয়। ২০১৬ সালে উরিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতে কাজ করা থেকে বিরত থাকার কথা প্রকাশ্যে আনা হয়। তবে সেই সময় ভারতে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ফাওয়াদ করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। আর তার জেরে করণের ছবি সমস্যার সম্মুখীন হয়। সেই সময় অবশ্য প্রযোজক ক্ষমা চেয়েছিলেন। বলেছিলেন যে, ভবিষ্যতে তিনি কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে আর কাজ করবেন না।