ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, চটি এসে লাগার পরও থালাপতি বিজয় আর পিছনের দিকে ফিরে তাকাননি। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা আরও এক ব্যক্তি চটিটি যে দিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুড়ে দেন। তবে কেন থালাপতি বিজয়কে টার্গেট করা হয়েছিল, তা স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
চটিপেটা খেলেন থালাপতি বিজয়
অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তকে শেষশ্রদ্ধা জানাতে গিয়ে 'চটিপেটা' খেলেন অভিনেতা থালাপতি বিজয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্য দিয়ে হাঁটছিলেন অভিনেতা থালাপতি বিজয়। হঠাৎই একটা চটি অভিনেতার দিকে ছোড়া হয়, তাঁর মুখে আঘাত লাগে।
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, চটি এসে লাগার পরও থালাপতি বিজয় আর পিছনের দিকে ফিরে তাকাননি। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি চটিটি যে দিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুড়ে দেন। তবে কেন থালাপতি বিজয়কে টার্গেট করা হয়েছিল, তা স্পষ্ট নয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
এমনকি অভিনেতা অজিতের ফ্যান ক্লাবের তরফে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। এক অজিত অনুরাগী লিখেছেন, ‘আমরা অজিত ভক্তরা বিজয়ের প্রতি এই অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। যেই হোক না কেন, আমাদের সম্মান করা উচিত। অভিনেতা বিজয়ের দিকে চটি ছুড়ে দেওয়ার ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়। শক্ত থাকুন #বিজয়।’ যদিও এর আগে অভিনেতা বিজয় এবং অজিতের অনুরাগীরা নিজেদের মধ্যে বহুবার সোশ্যাল মিডিয়ায় সংঘর্ষে লিপ্ত হয়েছেন।'