
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
Teri Baaton Mein Aisa Uljha Jiya box office collection day 6:: শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত রোমান্টিক কমেডি মুক্তির দিনে যত পরিমাণ ব্যবসা করেছিল, বুধবার ষষ্ঠ দিনে এসে প্রায় ততটাই আয় করেছে। Sacnilk.com একটি রিপোর্ট অনুসারে, ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ বুধবার তার মঙ্গলবারের আয়ের প্রায় দ্বিগুণ নেট আয় করেছে।
বুধবার ঘরোয়া বক্স অফিসে প্রায় ৬.৭৫ কোটি টাকা নেট সংগ্রহ করেছে, যা ছয় দিনে ভারতের মোট নেটকে পৌঁছে দিয়েছে ৪১.৩৫ কোটি টাকায়। প্রথম দিনেই কৃতি শ্যানন ও শাহিদ কাপুর সিনেমাটি ভারতে খাতা খুলেছিল ৬.৭ কোটি দিয়ে।
উদ্বোধনী সপ্তাহান্তে, ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’-র ঘরোয়া বক্স অফিসে সংখ্যা লাফিয়ে বেড়েছে। শনিবার এবং রবিবার যথাক্রমে ৯.৬৫ কোটি টাকা এবং ১০.৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রথম সোমবার, সিনেমাটির ভারতে আয় ছিল ৩.৬৫ কোটি টাকা আয় করেছে। আর মঙ্গলবারে ৩.৮৫ কোটি।
আরও পড়ুন: ভেঙেছে প্রথম বিয়ে! ইনস্টা-লাইভে কৌশাম্বিকে নিয়ে আদৃতের জবাব, ‘এত ব্যস্ত অভিনেত্রী…’
নির্মাতা অমিত জোশী এবং আরাধনা শাহ দ্বারা রচিত ও পরিচালিত, ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’-তে শহিদ কাপুর একজন রোবট বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন। যিনি প্রেমে পড়েন এবং সিফ্রা (কৃতি শ্যানন) নামের একটি রোবটকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। ম্যাডক ফিল্মস প্রযোজিত ছবিতে রয়েছেন ধর্মেন্দ্র ও ডিম্পল কাপাডিয়াও।
আরও পড়ুন: ‘অনেক রাতের পরে…’, বরের বাহু বন্ধনে শ্রুতি, কেন এসেছিল স্বর্ণেন্দুর সঙ্গে দুরত্ব
রোম্যান্টিক ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ জুড়ে রয়েছে একাধিক অন্তরঙ্গ দৃশ্য। রোবট প্রেমিকার সঙ্গে যৌনতায় লিপ্ত হতেও দেখা যাবে শাহিদ কাপুরকে। এমনকী মুক্তির আগে সেক্সের একটি বিশেষ দৃশ্যের দৈর্ঘ্য ২৫% কমানোর নির্দেশ দিয়েছিল সিবিএফসি। যা আগে ছিল ৩৬ সেকেন্ডের, পরে তা কমিয়ে ২৭-এ নিয়ে আসা হয়।
বুধবার ৫৯ শতাংশের উপর আয় বেড়েছে ফাইটারের-ও। হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুরের এরিয়াল অ্যাকশন ফিল্ম সংগ্রহ করেছে ভারতে ১.৭৫ কোটি। মঙ্গলবারও সিনেমা আটকে ছিল ১.১ কোটিতে। আর বুধবারের সংগ্রহ মিলিয়ে ভারতে ফাইটারের মোট আয় বর্তমানে ২০০.৯ কোটি।
এর মধ্যে ফাইটার প্রথম সপ্তাহেই সংগ্রহ করেছিল ১৪৬.৫ কোটি। তারপর দ্বিতীয় সপ্তাহে আয় হয় ৪১ কোটি। আপাতত চলছে সিনেমার তৃতীয় সপ্তাহ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports