আসছে পরিচালক অশোক তেজার অতিপ্রাকৃত থ্রিলার ওডেলা ২, সম্পত নন্দীর ২০২২ সালের ছবি ওডেলা রেলওয়ে স্টেশনের সিক্যুয়েল এটি। যে ছবিতে তামান্না ভাটিয়াকে একজন সাধিকার বেশে দেখা যাবে। আর তাই শনিবার মহাকুম্ভ-কেই ছবির টিজার লঞ্চের প্রকৃত স্থান হিসাবে বেছে নিয়েছিলেন ছবির নির্মাতারা। সেখানেই দেখা মিলল তমান্না ভাটিয়ার।
ওডেলা-২ টিজার
২০২২ সাল মুক্তি পেয়েছিল ক্রাইম থ্রিলার ওডেলা রেলওয়ে স্টেশন। যে ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন হেবাহ প্যাটেল। ওডেলা ২-তেও দেখা যাবে হেবাহ-কে। যে ছবির গল্প অতিপ্রাকৃত বিষয়বস্তুকে নিয়ে তৈরি। এক মিনিট ৫২ সেকেন্ডের টিজারে খুব বেশি কিছু প্রকাশ করা হয়নি। তবে এখানে তামান্নাকে শিবা শক্তির চরিত্রে দেখা যায়। যিনি কিনা আঞ্চলিক দেবতা ওডেলা মাল্লান্না স্বামী দ্বারা সুরক্ষিত গ্রাম ওডেলায় পৌঁছোন। যেখানে পাঁচটি উপাদান দ্বারা নিয়ন্ত্রিত অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার কথা বলেন। তবে ছবির গল্প পথে এগোবে, তা সিনেমাটি মুক্তি পেলেই জানা যাবে।