সাতপাকে বাঁধা পড়েছেন টলিপাড়ার চর্চিত জুটি শ্বেতা ভট্টাচার্য-রুবেল দাস। ১৯ জানুয়ারি রবিবার দমদমে বেশ ঘটা করেই বসেছিল তাঁদের বিয়ের আসর। ইতিমধ্যেই সামনে এসেছে শ্বেতা-রুবেলের বিয়ের নানান মুহূর্ত। তবে সাধারণ বাঙালি বিয়ের থেকে কিছুটা হলে ‘হটকে’ ছিল এই বিয়ে। কারণ, বৈদিক রীতি মেনে বিয়ে করেন এই জুটি। স্বভাবতই ‘কন্য়াদান’ হয়নি। আবার শ্বেতার সিঁথিতে সিঁদুর দানের পর রুবেলের কপালেও সাম্যের সিঁদুর ছোঁয়ান অভিনেত্রী।
তবে এখন প্রশ্ন জাঁকজমকপূর্ণ এই বিয়ের মেনুতে কী কী ছিল?
বিয়েবাড়ির স্টার্টারে ছিল ভেজ, ননভেজের এলাহি আয়োজন। ছিল মাছ-মাংসের নানা পদ, রকমারি স্যালাড। আর মূল মেনুতে ছিল, ফিস রোল, গ্রিন চাটনি, মশলা কুলচা, চিকেন ভর্তা, দেরাদুন রাইস, মোগলাই ডাল, বাটার বেগুনী, ভেটকি পাতুরি, কাশ্মীরি পোলাও, মটন লাহরী, চাটনি ও পাঁপড়। এছাড়াও ছিল, ভাজা রসগোল্লা, মালাই চমচম, কালাকাঁদ, আইসক্রিম আর পান।
আরও পড়ুন-নিজের গায়ে হলুদে জমিয়ে নাচলেন, রুবেলের সঙ্গে দেখা মিলল নিতবরের, কে এই খুদে?
আরও পড়ুন-নাচতে নাচতে বিয়ে করতে এলেন রুবেল, মালাবদল, সিঁদুর দান সবই হল, দেখুন নবদম্পতির ছবি