২৬ ফেব্রুয়ারি ছিল এই বছরের মহাশিবরাত্রি। বিয়ের পর এটাই ছিল কোন গোপনে মন ভেসেছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর প্রথম শিবরাত্রি। মনের মানুষকে বিয়ে করার পরও এদিন তিনি উপোস করেন। জানান কেন এই ব্রত রেখেছেন।
আরও পড়ুন: তৈরি স্ক্রিপ্ট, তাও রাম কমল কেন বললেন, 'জানি না দ্রৌপদীর ভবিষ্যৎ'? ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ আসছে কখন?
শ্বেতার শিবরাত্রি পালন
এদিন রূপটান শিল্পী রুদ্র সাহা একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য কিছু কাজ করছেন। আর তখনই অভিনেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'বিয়ের পর প্রথম শিবরাত্রিতে উপোস?' জবাবে শ্বেতা জানান যে হ্যাঁ, তিনি উপোস করেছেন। যদিও সঙ্গে সাবু মাখা নিয়ে এসেছেন।
কিন্তু মনের মানুষকে বিয়ে করার পর কেন অভিনেত্রী এখনও এই ব্রত পালন করছেন জানতে চাইলেন শ্বেতা জানিয়ে দেন, 'আমি শিবকে ভালোবাসি।'
প্রসঙ্গত সদ্যই দীর্ঘদিনের প্রেমিক রুবেল দাসকে বিয়ে করেছেন শ্বেতা। দুজনে গত ৩ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন। ১৯ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়ন শ্বেতা এবং রুবেল। বৈদিক মতে বিয়ে করেছেন এই তারকা জুটি। এর আগে রুবেলের নানা কঠিন সময়, তাঁর অ্যাক্সিডেন্ট, অসুস্থতার সময় নিম ফুলের মধু অভিনেতার পাশে ঢাল হয়ে ছিলেন শ্বেতা। ফলে তাঁরা যে টলি পাড়ার অন্যতম পছন্দের এবং হিট জুটি অনস্ক্রিন, অফস্ক্রিন দুই ক্ষেত্রেই সেটা বলা যায়। তাঁদের দর্শকরা প্রথমবার একসঙ্গে যমুনা ঢাকি ধারাবাহিকে দেখেছিল। এতদিনের সম্পর্ক পরিণতি পেতেই সিঁদুরদানের পর আর আবেগকে ধরে রাখতে পারেননি অভিনেত্রী। ঝরঝর করে কেঁদে ফেলেন তিনি। বিয়ের আসরে বসেই চোখের জল মুছতে থাকেন। কোনও মতে সামলান নিজেকে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, রুবেল দাসকে এখনও দর্শকরা নিম ফুলের মধু ধারাবাহিকে দেখলেও শীঘ্রই সেই মেগা শেষ হচ্ছে। মোহনা মাইতির সঙ্গে জুটি বেঁধে নয়া ধারাবাহিক নিয়ে আসবেন তিনি। অন্যদিকে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে।