ইজরায়েল প্যালেস্তাইন সংঘাত থেকে কেউই আর যেন মুখ ফিরিয়ে থাকতে পারছেন না। পক্ষ নিচ্ছেন। প্রতিবাদ করছেন। গর্জে উঠছেন নিজের নিজের মতো করে। প্যালেস্তাইনের উপর হামাস সংগঠন যেভাবে হামলা চালালো সেটা দেখে শিউরে উঠেছে সবাই। অত্যাচার, নিষ্ঠুরতা, ভয়াবহতার সেই ছবিগুলো দেখে এবার মুখ খুললেন স্বরা ভাস্কর। ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ করলেন।
ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে কী লিখলেন স্বরা?
ইনস্টাগ্রামে একরত্তি মেয়ের সঙ্গে সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন স্বরা ভাস্কর। সেখানেই তিনি লিখেছেন যে আজ যদি তাঁর কন্যা ভারতে না জন্মে গাজায় জন্মাত তাহলে তিনি তাঁকে কীভাবে বাঁচাতেন? তিনি এই ছবি পোস্ট করে লেখেন, 'যে কোনও মা, বিশেষ করে যাঁরা সদ্যই মা হয়েছেন তাঁরা জানেন তাঁরা তাঁদের একরত্তি সন্তানের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারেন আনন্দের , পরিপূর্ণতার অনুভূতি নিয়ে। আমিও তাই। কিন্তু একই সঙ্গে জানি আজ আমার মতো আরও অনেক মায়েরাই শিউরে উঠছেন, এই ভয়াবহ ভাবনা থেকে নিজেদের সরিয়ে রাখতে পারছেন না।'
আরও পড়ুন: প্রিয়জন হারানোর ব্যথায় শোকাকুল অর্জুন কাপুর, কার জন্য লিখলেন, 'খুব মিস করি...'
আরও পড়ুন: ফ্যামিলি ম্যান খ্যাত রাজ এবং ডিকে কাজ করছেন মার্ভেল স্টুডিয়োজের সঙ্গে! আসবে কি ভারতীয় সুপারহিরো?