বাংলা নিউজ > বায়োস্কোপ > Susmita Sen: সুস্মিতা সেনের জন্ম তারিখে কি গোলমাল? ৪৮ বছর বয়সে এসে বদলে গেল দিনক্ষণ
Susmita Sen: সুস্মিতা সেনের জন্ম তারিখে কি গোলমাল? ৪৮ বছর বয়সে এসে বদলে গেল দিনক্ষণ
1 মিনিটে পড়ুন Updated: 29 Jun 2024, 07:59 AM ISTTulika Samadder
তার ইনস্টাগ্রামে এই পরিবর্তন তার অনেক ভক্তকে ভাবিয়ে তুলেছে যে দ্বিতীয় জন্মের তারিখটি গত বছর তার হার্ট অ্যাটাকের সাথে যুক্ত কিনা।
নতুন জন্ম তারিখ যোগ করলেন সুস্মিতা সেন।
অভিনেত্রী সুস্মিতা সেন আবারও শিরোনামে। যার কারণ হল, ইনস্টাগ্রাম বায়ো-তে জুড়েছেন বিশ্ব সুন্দরী নতুন ডেট অফ বার্থ। আর তারপর থেকেই ধন্দে। সবাইকে অবাক করেছে সুস্মিতার এই সিদ্ধান্ত। কারও সন্দেহ, এর সঙ্গে সুস্মিতার ২০২৩ সালে হওয়া হার্ট অ্যাটাকের কোনও সম্পর্ক নেই তো?
বায়োতে পরিবর্তন
সুস্মিতা সেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘দ্বিতীয় জন্ম তারিখ’ উল্লেখ করেছেন। লিখেছেন, ‘দ্বিতীয় ডিওবি: ২৭/০২/২০২৩’।
কিছু ভক্ত বিভ্রান্ত হলেও, অনেকেই বুঝে নেন, দ্বিতীয় জন্ম তারিখটি গত বছর তার হার্ট অ্যাটাকের সঙ্গে যুক্ত। অতীতেও তাঁকে বলতে শোনা গিয়েছিল যে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে একটি বিশাল হার্ট অ্যাটাকের হাত থেকে বেঁচে মৃত্যু মুখ থেকে ফিরে আসেন তিনি। তবে এবারই প্রথম তারিখ উল্লেখ করলেন।
জয়পুরে ডিজনি + হটস্টার শো ‘আরিয়া’-র শুটিং চলাকালীন সুস্মিতার হার্ট অ্যাটাক হয়। যা নিয়ে এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘আমি এমন একজন ব্যক্তি, যে সব সময়ে জীবনকে উদযাপন করে। আমি সব সময় সুখী ছিলাম। এটি সত্যিই আমাকে এই সমস্যাটি মোকাবেলা করতে সাহায্য করেছে। কারণ আমি অপারেশন টেবিলেও হাসছিলাম।’