২০২০ সালের মাঝামাঝি আচমকাই এই পৃথিবীর ছেড়ে চলে যান সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুতে চমকে ওঠে গোটা দেশ। অভিনেতার বাড়ির লোকজন তো বটেই, তাঁর ভক্তরা পর্যন্ত মানতে পারেননি তাঁর এই আকস্মিক মৃত্যু। সেই ঘটনার পর আজ দেখতে দেখতে প্রায় সাড়ে তিন বছর কেটে গিয়েছে। তবুও এখনও বাড়ি ছাড়তে পারেননি মৃত অভিনেতা? সম্প্রতি এমনটাই দাবি করলেন তাঁর দিদি শ্বেতা।
সুশান্তকে নিয়ে কী বললেন তাঁর দিদি?
সুশান্তের মৃত্যুর পর তবে ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। যা নিয়ে কম জলঘোলা, বিতর্ক হয়নি। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। যদিও বর্তমানে সেই কেস এখনও চলছে। অভিনেতার পরিবার তাঁর মৃত্যুর সঠিক বিচার চায়। আর এসবের মধ্যে তাঁর পরিবার এখনও মেনে উঠতে পারছেন না যে তিনি মারা গিয়েছেন।
আরও পড়ুন: দক্ষ হাতে রুটি বেলে তাক লাগালেন মমতা, বাদ গেলেন না সৌরভের বউ ডোনাও, কিন্তু জিতলেন কে?
আরও পড়ুন: 'এখন, চিরকালের...' হালকা গোলাপি লেহেঙ্গায় রকুলপ্রীত যেন রাজকন্যে, বিয়ে করেই বউয়ের কোলে মাথা রাখলেন জ্যাকি
তবে এদিন তাঁর দিদি একেবারে অদ্ভুত এবং অন্যরকম একটি কথা বলেন। সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা এদিন একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি তাঁর ভাইয়ের উপস্থিতি টের পান। তাঁর কথায়, 'আমি অনেক সময়ই সুশান্তের উপস্থিতি বুঝতে পারি। আমাদের সম্পর্কটা খুবই সুন্দর ছিল। আমি এখনও ওর সেই হাস্কি গলা শুনতে পাই।' স্মৃতিচারণ করে তিনি এদিন বলেন, 'একদিন আমি আমার এয়ারপড খুঁজে পাচ্ছি না। আর ঠিক তখনই যেন শুনতে পেলাম ও আমার কানের কাছে এসে কথা বলছে। বলছে কোথায় আছে সেটা।'
আরও পড়ুন: স্মৃতির টানে পুরনো পাড়ায় মুকুল! সঙ্গী তোপসে - সন্দীপ রায়, কোথায় হল সোনার কেল্লার ৫০ বছরের উদযাপন?
আরও পড়ুন: 'দারুণ ভালো...' দিদি নম্বর ওয়ানে অংশ নিয়েই খুশিতে ডগমগ মমতা, মুখ্যমন্ত্রীকে তোপ দেগে কী বললেন বিজেপি নেতা সুকান্ত?
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু
২০২০ সালে ১৪ জুন যখন খবরটা প্রকাশ্যে আসে যে সুশান্ত মারা গিয়েছেন সেটা মানতে পারেনি অনেকেই। শোনা গিয়েছিল তিনি নাকি অবসাদে ভুগছিলেন। যদিও সেই দাবি মানতে চাননি তাঁর পরিবারের লোকজন। বরং তাঁর মৃত্যুর জন্য তাঁরা অভিনেতার তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে দায়ী করেন।