৫৬-এ পা দিলেন ববি দেওল। আজ তাঁর জন্মদিন। ইতিমধ্যেই প্রথম পর্বের উদযাপনও সেরেছেন অভিনেতা। পাশাপাশি তাঁর ভক্ত এবং সহকর্মীরাও অভিনেতাকে জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা ভরা বার্তায় ভরিয়ে দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন দাদা সানি দেওলও।
৯০ -এর দশকের নায়ক তাঁর অভিনয় দিয়ে দর্শকদের মনে বিশেষ ভাবে জায়গা করে নিয়েছিলেন। তবে বর্তমান প্রজন্মের কাছে তিনি নতুন ভাবে নজর কেড়েছেন তাঁর ছবি 'অ্যানিম্যাল'-এর মাধ্যমে। এই ছবিতে খলনায়কের ভূমিকায় ধরা দিয়েছিলেন অভিনেতা। 'অ্যানিম্যাল' সূত্রেই এখন তিনি ‘লর্ড ববি’।
আরও পড়ুন: বেদাঙ্গের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন খুশি! ‘দুই সন্তান…’ বললেন নায়িকা
নায়কের জন্মদিনের তাঁকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দাদা অভিনেতা সানি দেওল। ভাইকে শুভেচ্ছা জানিয়ে সানি একটি বিশেষ পোস্টও শেয়ার করে নিয়েছেন সমাজমাধ্যমের পাতায়।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সানি দেওল ভাই ববি দেওলের সঙ্গে একটি সুন্দর ছবি পোস্ট করেছেন। ছবিতে ধর্মেন্দ্রর দুই ছেলে একে অপরকে জড়িয়ে ছিলেন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে সানি দেওল লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট ভাই আমার লর্ড ববি।’
আরও পড়ুন: বিয়েতেও আলিয়া সেজেছিলেন সব্যসাচীর পোশাকে, ‘আমাদের অনুপ্রেরণা…’, বাঙালি ডিজাইনারে মুগ্ধ রণবীর ঘরণী
এখানেও সেই ‘লর্ড ববি’র জয়জয়কার। কারণ সোশ্যাল মিডিয়ায় ববির ভক্তরা তাঁকে ভালোবেসে এই নামেই বর্তমানে ডাকেন। আর তাই ববি -অনুরাগীদের সুরে সুর মিলিয়ে সানিও ভালোবেসে মজা করে ভাই ববিকে ‘লর্ড ববি’ বলেছেন।
সানির এই মন ছুঁয়ে যাওয়া পোস্ট প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁরাও সানি দেওলের পোস্টে নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। তাঁরা জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি ববিকে প্রশংসায়ও ভরিয়ে দিয়েছেন।
কে কী লিখেছেন?
একজন ভক্ত লেখেন, ‘দেওল পরিবার ভালবাসা এবং সম্মানের নিদর্শন।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘শুভ জন্মদিন মিস্টার লর্ড ববি।’
ববি দেওল, বলিউডে একজন বিশিষ্ট অভিনেতা। ২০২৩ সাল মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিমাল’ ববির কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বলা ভালো এই ছবির হাত ধরেই ধামাকেদার ভাবে ক্যামব্যাক করেছিলেন অভিনেতা। ছবির গান ‘জামাল কুদু’তে তাঁর নাচ রীতিমতো ভাইরাল হয়েছিল। নেটিজেনরাও তাঁর নাচের তালে কোমর দুলিয়েছিলেন। ছবিতে তিনি তাঁর নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্যও বিরাট প্রশংসা পেয়েছিলেন। এই ছবিতে ববি ও রণবীর ছাড়াও ছিলেন রশ্মিকা মন্দনা, তৃপ্তি দিমরি, অনিল কাপুর প্রমুখ। এছাড়াও, ববিকে সম্প্রতি 'কাঙ্গুয়া' এবং 'ডাকু মহারাজ'- এর মতো ছবিতেও দেখা গিয়েছে।