সেই সত্তরের দশক থেকেই বলিউডের 'হি ম্যান' হিসেবে পরিচিত ধর্মেন্দ্র। আশির চৌকাঠ পেরোলেও আজও তাঁর চনমনে ব্যক্তিত্বে মজে ভক্তরা। ছেলে সানি দেওলের কথায়, তাঁরও পছন্দের নায়ক বাবা ধর্মেন্দ্র।
বাবাকে নিজের জীবনের আদর্শও মেনে চলে সানি দেওল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘গদর’ অভিনেতা বলেন, যে কোনও ভূমিকায় অভিনয় করতে স্বচ্ছন্দ ছিলেন তাঁর বাবা। সমস্ত ধারনের ছবিতে সফল ভাবে কাজ করেছেন। খানিক আক্ষেপের সুরেই বলেন, যদি বাবার সমকালের অভিনেতা হতে পারতেন তিনি! বাবার থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন সানি। আরও পড়ুন: এই অক্টোবরে বিয়ের পিঁড়িতে আলি-রিচা! মুম্বইয়ের পাঁচতারা হোটেলে বসবে বিয়ের আসর
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সানি বলেন, ‘তিনি (ধর্মেন্দ্র) কখনও বিভিন্ন ভূমিকা কাজ করার ক্ষেত্রে পিছপা হননি। ‘সত্যকাম’ হোক, ‘চুপকে চুপকে’, ‘শোলে’, ‘প্রতিজ্ঞা’, ‘ফুল অউর পাত্থর’ বা ‘অনুপমা’– সব ছবিতেই সমান দক্ষতা নিয়ে কাজ করেছেন। আমি যদি তাঁর যুগে একজন সক্রিয় অভিনেতা হতাম! কোনও লিখিত স্ক্রিপ্ট ছিল না। পরিচালকরাও অন্য ভাবে কাজ করতেন সেই সময়। ভালো ভালো ছবি হত। যদি সেই সময় আমিও সিনে থাকতাম! ভালো সময়টাতেই কাজ করতে পারলাম না বলে আফসোস হয়।’ আরও পড়ুন: টেনিস খেলতে নেমে পাপারাৎজ্জির লেন্সবন্দি রিয়া এবং শিবানী, রইল ছবি