Sunil Shetty's Son: ছেলের বান্ধবী তানিয়া মেয়ের মতো, বলেছিলেন সুনীল শেট্টি, ১১ বছর পর সেই প্রেম ভাঙল আহানের
1 মিনিটে পড়ুন Updated: 23 Dec 2023, 05:53 PM ISTজানা যাচ্ছে সুনীল শেট্টি পুত্র আহান ও তানিয়া ছোটবেলার বন্ধু। তাঁরা একই স্কুলে পড়তেন। তাঁদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আহান ও তানিয়ার ১১ বছরের সম্পর্ক ভেঙে গেল। গত মাসেই তাঁদের বিচ্ছেদ হয়েছে। অথচ আহান ও তানিয়ে সেই স্কুলে পড়ার সময় থেকেই বেস্ট ফ্রেন্ড। কী কারণে তাঁদের ব্রেক আপ হয়েছে সেটা স্পষ্ট নয়।
ছোটবেলার প্রেম ভেঙে গেল আহান শেট্টির