বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে তথা অভিনেত্রী সুহানা খান সম্প্রতি বান্ধবী জ্যাসমিনকে নিয়ে ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে সুহানা ভ্রমণের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিতে লাল পোশাকে সূর্যাস্তের সময় পোজ দিতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুন: মিলান ফ্যাশন উইকে শোস্টপার ‘তারক মেহতা’ খ্যাত দীপ্তি, লাল পোশাকে ছড়ালেন উষ্ণতা
আরও পড়ুন: বাবার মৃত্যুর ৬ দিন পরেই মায়ের জন্মদিন পালন প্রিয়াঙ্কার, উপহার হিসেবে কাকে এনেছিলেন?
সুহানার পোস্ট করা প্রথম দুটি ছবিতে তাঁকে সূর্যাস্তের সময় পোজ দিতে দেখা গেছে। লাল পোশাকে তাঁকে দেখতে লাগছে অসম্ভব সুন্দরী। ছবিতে ধরা পড়েছে দুরে আলো অন্ধকারে মোড়ানো পাহাড়। পরের ছবিতে সুন্দর একটি জলপ্রপাতের ছবি ধরা পড়েছে। এর পরের ছবিতে অন্য একটি পোশাকে ধরা দিতে দেখা যায় অভিনেত্রীকে। ৪ নম্বর ছবিতে একজনকে দেখা যায় বাইরের দিকে মুখ ফিরিয়ে বসে থাকতে।
শেষ ছবিতে দুটি খেলনা বানর দেখা যায়,যা হোস্টদের দ্বারা সুহানা এবং জেসমিনকে উপহার দেওয়া হয়েছিল। ছবিগুলি শেয়ার করে সুহানা ক্যাপশনে লিখেছেন, "টু সাম ইট আপ (বানরের ইমোজি) @jasminemarchio। সুহানা এই স্থানটিকে ইন্দোনেশিয়ার বালি বলে জিও-ট্যাগ করেছেন। সুহানার খুড়তুতো বোন আলিয়া এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘ক্যাপশনের কী হবে?' মহিলার কাঁধ ঝাঁকানোর ইমোজি দিয়ে জবাব দেন সুহানা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জ্যাসমিনের সঙ্গেও একটি ছবি শেয়ার করেছেন সুহানা।

সুহানা ২০২৩ সালে নেটফ্লিক্সের ছবি ‘দ্য আর্চিজ’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন, যেটি পরিচালনা করেছিলেন জোয়া আখতার। সুহানা ছাড়াও অভিনয় করেছিলেন খুশি কাপুর, বেদাঙ্ক রায়না, অগস্ত্য নন্দা, মিহির আহুজা, অদিতি সায়গল এবং যুবরাজ মেন্ডা প্রমুখ।
আরও পড়ুন: মুম্বই থেকে কেন পালিয়ে গিয়েছিলেন? অভয় বলছেন, ‘মদ খেয়ে পড়ে থাকতাম…’
আরও পড়ুন: আমার সন্তানের পিতৃত্ব নিয়ে না প্রশ্ন ওঠে…!’ ‘বর কই?’ প্রশ্নে ভয় পাচ্ছেন মানসী
আগামী বছর সুহানাকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'কিং'-এ। ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি। ছবির চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ। ছবিটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স। শাহরুখ ও সুহানা খান ছাড়াও অভিষেক বচ্চনকেও দেখা যাবে এই সিনেমায়।