‘চোখের বালি’ ধারাবাহিকের আশালতা হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী সুদীপ্তা রায়। এরপর জি বাংলার ‘ক্ষীরের পুতুল’ ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। রূপকথার গল্পে নজর কাড়লেও টিআরপির অভাবে মাত্র চার মাঝেই বন্ধ হয়ে গিয়েছিল সেই ধারাবাহিক। এরপর অভিনয়ের জগত থেকে আচমকাই গায়েব হয়ে যান সুদীপ্তা। অবশেষে দীর্ঘ দু-বছর পর ফিরছেন অভিনেত্রী।
মহালয়ার দিন সামনে এল সুদীপ্তার আপকামিং শো ‘ফেরারি মন’-এর ঝলক। কালার্স বাংলায় সম্প্রচারিত হবেএই ধারাবাহিক। একঝাঁক নতুন শো-এর ভিড়ে ‘ফেরারি মন’ নিয়ে কোনও আপটেডই সামনে আসেনি। আমচাই এই ধারাবাহিকের প্রোমো দেখে অবাক সকলে। সিরিয়ালের প্রোমো বলছে পুরোদস্তুর রোম্যান্টিক ঘরনার ধারাবাহিক এটি।
আরও পড়ুন-মিঠাইয়ের দিন শেষ! লালনের জীবনে অন্য কেউ, 'ধুলোকণা'য় এন্ট্রি নতুন নায়িকার
‘ফেরারি মন’-এ সুদীপ্তার নায়কের ভূমিকায় থাকছেন টেলিপাড়ার পরিচিত মুখ। ‘জয় জগন্নাথ’-এর নায়ক বিপুল পাত্র থাকছেন নায়ক চরিত্রে। প্রথম প্রোমোতেই দুজনের রসায়ন নজর কাড়ল। নতুন জুটিকে দেখে এক্সাইট দর্শকরাও।

কলেজ জীবনের গল্প উঠে আসবে ‘ফেরারি মন’-এ। নিজের ক্ষমতার জোরে কলেজে রাজত্ব চালায় নায়ক, কিন্তু নায়িকা রুখে দাঁড়ায়! টপার হয়ে সে বুঝিয়ে দেয় 'ক্ষমতা দিয়ে নয়, যোগ্যতা দিয়েই সবকিছু বিচার হয়।' ঝগড়া দিয়ে শুরু এই গল্প কেমনভাবে প্রেম কাহিনিতে পরিণত হবে, তাই উঠে আসবে ‘ফেরারি মন’-এ।
আরও পড়ুন-বিগ বস খ্যাত অভিনেত্রী এবার জি বাংলার পর্দায়, জগদ্ধাত্রীতে নতুন চমক!
কালার্স বাংলায় কোন সিরিয়ালের জায়গা নেবে ‘ফেরারি মন’ সে ব্যাপারে কিছুই স্পষ্টভাবে জানা যায়নি। পুজোর পরই শুরু হবে এই সিরিয়াল। নতুন জুটির রসায়ন কতটা মনে ধরবে দর্শকদের সেটাই এখন দেখবার।