1 মিনিটে পড়ুন Updated: 25 Nov 2023, 07:25 PM ISTSubhasmita Kanji
Tollywood Actress: ঋষি কৌশিকের গলা জড়ানো অবস্থায় পাশে বসা মেয়েটি বর্তমানে টলিউডের জনপ্রিয় নায়িকা। তাঁকে চিনতে পারলেন কি?
অভিনেত্রীকে চিনতে পারলেন?
ঋষি কৌশিকের পাশে লাজে রাঙা মুখে বসে আছেন এক অভিনেত্রী। বর্তমানে তিনি টলিউডের একজন অভিনেত্রী এবং সঞ্চালিকা। আবার ব্যবসায়ীও বটে। কী চিনতে পারলেন তাঁকে? একটু আভাস দিই একটি শোয়ের সঙ্গে তিনি ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। এবার বুঝলেন? হ্যাঁ ইনি হলেন সুদীপা চট্টোপাধ্যায়। আচমকাই এদিন তিনি পুরনো দিনে ফিরে গিয়েছিলেন।
ঋষি কৌশিকের সঙ্গে সুদীপা চট্টোপাধ্যায়
ঋষি কৌশিক এবং সুদীপা চট্টোপাধ্যায় একত্রে একদিন প্রতিদিন ধারাবাহিকে কাজ করেছিলেন। সেই সময়কার বেশ কিছু ছবি এদিন পোস্ট করেন সুদীপা। সেখানে দেখা যাচ্ছে সেই ধারাবাহিকের সেটে তাঁরা পাশাপাশি বসে আছেন। সুদীপার পরনে লাল পাড় খয়েরি শাড়ি। অন্যদিকে ঋষির পরনে কমলা প্রিন্টের পঞ্জাবি। একদিন প্রতিদিন ধারাবাহিকে তাঁরা ভাই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন।
এই ছবিগুলো পোস্ট করে এদিন সুদীপা লেখেন, 'কত সুন্দর ছিল দিনগুলো। এই সিনটা যখন শুটিং হচ্ছে তখন ঋষি আর আমার কথা বন্ধ। মুখ দেখাদেখি বন্ধ। আমরা শুধু ঝগড়া নয়,মারপিটও করতাম। ভাবলে হাসি পায় যে কি বোকা বোকা সব বিষয়ে ঝগড়া করতাম।'