কিছুদিন আগেই বাবা মা হয়েছেন তাঁরা। ঘর আলো করে এসেছে তাঁদের মেয়ে। সন্তানকে নিয়েই এবার দোল পালন করলেন সুদীপ সরকার এবং অনিন্দিতা রায়চৌধুরী। কিন্তু তাতে ছিল না কোনও রং। কিন্তু কেন?
আরও পড়ুন: সদ্যই হারিয়েছেন শাশুড়ি, দিদাকে, শোকের মাঝেই রং খেলায় মেতে উঠলেন হবু মা অহনা?
সুদীপ এবং অনিন্দিতার হোলি
এদিন সুদীপ সরকার তাঁদের দোল উদযাপনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। সেখানে দেখা যায় তিনি এবং অনিন্দিতা এবার নিজেদের মতো রং ছাড়া বাড়িতেই দোল পালন করলেন। রং, আবির না থাকলেও ভালোবাসার রঙে রাঙিয়ে তুললেন নিজেদের।
একাধিক লাভি ডাভি পোজে ছবি তোলেন তাঁরা। কখনও স্ত্রীর চোখে হারাতে দেখা যায় অভিনেতাকে। তো কখনও আবার বরকে জড়িয়ে চুমু খেতে দেখা যায় অনিন্দিতাকে। রং না থাকলেও খাবার দাবারে কিন্তু আয়োজন ছিল। জিলিপি সরবত দিয়েই দোলের আমেজ ধরে রাখলেন তাঁরা।
এই বিশেষ দিনে স্ত্রীর জন্য একটি খোলা চিঠিও লেখেন সুদীপ। সেখানে তিনি লেখেন, 'আমার জীবনের যত রং, হুল্লোড়, আলো সবই তোর থেকে। এই রকমই রঙিন থাক রামধনুর মতো, আকাশের মতো,বসন্তের রং এর মতো। আর আমাকে আরও রঙিন করুক তোর ভালোবাসার আবির। শুভ দোলপূর্ণিমা কমরেড।'
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে প্রেমিকাদের শরীর নিয়ে ‘কুৎসিত’ আলোচনা করেন সায়ন্ত! ফের বিস্ফোরক দাবি দেবচন্দ্রিমার
সুদীপ এবং অনিন্দিতার মেয়ে
৩ মার্চ ভূমিষ্ট হয়েছে সুদীপ এবং অনিন্দিতার মেয়ে। মেয়ের জন্মের সপ্তাহখানেক কাটার পর একরত্তির এক ঝলক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত ২০২২ সালে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি বিয়ে করেন অনিন্দিতা রায়চৌধুরি আর সুদীপ সরকার। তিন বছর পর টলিউড দম্পতির কোলে এল তাঁদের প্রথম সন্তান, ফুটফুটে এক রাজকন্যা।