আপাতত 'ডান্স বাংলা ডান্স'-এর শ্যুটিংয়ে বেজায় ব্যস্ত শুভশ্রী। তবে ব্যস্ততা যতই থাক, মন পড়ে থাকে সেই দুই সন্তান ইউভান-ইয়ালিনির কাছেই। কাজের ফাঁকে সন্তানদের সঙ্গেই বেশিরভাগ সময় কাটানোর চেষ্টা করেন অভিনেত্রী। আবার লম্বা ছুটি পেলে স্বামী রাজ ও দুই খুদের সঙ্গে জুটি বেঁধে বেড়াতেও চলে যান।
গত জানুয়ারিতেই ফুকেতে ছুটি কাটাতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। ইউভান-ইয়ালিনিকে নিয়ে সেই সময়টা বেশ সুন্দর কাটে তারকা দম্পতির। সেই অ্যালবাম থেকেই ইউভানের সঙ্গে কাটানো এক টুকরো মুহূর্ত রবিাসরীয় সকালে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। যেখানে সমুদ্র সৈকতের বালিতে ৪ বছরের ছেলে ইউভানকে কাঁধে নিয়ে হেঁটে যেতে দেখা গেল শুভশ্রীকে। হাঁটতে হাঁটতে ইংরাজিতেই ছেলের সঙ্গে কথা বলছিলেন। সেসময় অভিনেত্রী পরেছিলেন শর্ট প্রিন্টেড স্কার্ট ও সাদা টপ।
ইউভানকে প্রশ্ন করতে শোনা গেল, এই সমুদ্রে শার্ক (হাঙর) আছে? শুভশ্রী জানালেন, সে তো সমুদ্রের মাঝখানে রয়েছে। শুভশ্রী বলেন, সেই শিপের (জাহাজ)এর কথা মনে আছে? এরপরই ইউভান প্রশ্ন করল আরভ কোথায়? শুভশ্রী ছেলেকে জানালেন, সে তো হোটেলে। তুমি এখন হোটেলে যাবে না সৈকতে? উত্তর এল সৈকতে, অগত্যা সমুদ্রের দিকেই হেঁটে চললেন শুভশ্রী। ‘Happy Sunday’ ক্যাপশানে ভিডিয়োটি পোস্ট করেছেন অভিনেত্রী।
শুভশ্রীর এই ভিডিয়োর নিচে কমেন্টর বন্যা বয়ে গিয়েছে। এক নেটিজেন লেখেন, ‘আপনি তো সকল নারীর, মায়ের কাছে অনুপ্রেরণা। একজন সুস্থ মা, নিজের সন্তানকে নিয়ে আনন্দে কাটাচ্ছে, এটা প্রা প্রতিটি নারীর স্বপ্ন।’ ভিডিয়ো দেখে এভাবেই অভিনেত্রীর ফিটনেসেরও প্রশংসা করেছেন অনেকে।
এদিকে কাজের ক্ষেত্রে খুব শীঘ্রই সৃজিতের 'লহ গৌরাঙ্গ নাম রে' ছবির শ্যুটিং শুরু করবেন শুভশ্রী। দোলের দিন ঘোষণা করা হয়েছে ছবির অভিনেতা-অভিনেত্রীদের নাম। ওইদিন বিনোদিনী নিয়ে রুক্মিণীর সঙ্গে তাঁর তুলনায় বেজায় বিরক্ত হন শুভশ্রী। সাফ বলেন, ‘রুক্মিণী আমার থেকে অনেক জুনিয়র, মাত্র কিছু ছবি করেছে…’। ও নিশ্চয়ই খুব মন দিয়ে কাজটা করেছে। আমার দেখা হয়নি। আমার মনে হয় এবার এই বিতর্কটা এখানেই শেষ হোক। আর রুক্মিণী নিয়ে (ভুল করে বিনোদিনী বলতে গিয়ে নাম নেন দেব-বান্ধবীর), সরি বিনোদিনী নিয়ে লহ গৌরাঙ্গ নাম রে নয়, এটা তার থেকেও অনেক বড়।'