শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন সকাল সকাল ছেলের সঙ্গে কাটানো একটি মুহূর্ত ভাগ করে নিলেন সবার সঙ্গে। সেখানেই দেখা গেল তাঁদের বহুতলের জানলার সামনেই জড়ো হয়েছে কুশায়া। সেটা দেখেই আনন্দে আত্মহারা পর্দার 'বাবলি' এবং তাঁর ছেলে। মেঘ-কুয়াশা দেখে কী বললেন দুজনে?
কী পোস্ট করলেন শুভশ্রী?
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তাঁদের জানলার সামনে সাদা মেঘের আচ্ছাদন। খালি বহুতলের মাথাগুলো মেঘের উপর জেগে আছে। এটাই বারান্দায় দাঁড়িয়ে ইউভানকে নিয়ে উপভোগ করছিলেন শুভশ্রী। তাঁদের হাত বাড়িয়ে মেঘ ধরার চেষ্টা করতে দেখা যায়। অভিনেত্রী বলেন, 'স্কাইয়ের ভিতরে চলে গেছি আমরা।' মায়ের কথা শুনেই ইউভান বলেন, 'উপরে?' জবাবে ছেলেকে শুভশ্রী বলেন, 'উপরে না, স্কাইটা আমাদের কাছে নিচে নেমে এসেছে। ক্লাউডসগুলো।'
আরও পড়ুন: সাড়ে ৪ বছর পার, ইরফানের মৃত্যুশোকে আচ্ছন্ন হয়েই স্বামীকে নিয়ে বই লিখছেন সুতপা! সিনেমাও বানাবেন?
ইউভান গ্রিল দিয়ে হাত বাড়িয়ে বলেন, 'আমি হাত দিতে পারছি।' শুভশ্রী জানান তিনিও পারছেন মেঘ ধরতে। তারপরই বলেন, 'কটন ক্যান্ডির মতো দেখতে লাগছে তাই না?' কটন ক্যান্ডির নাম শুনেই ইউভান বলে ওঠে, 'আমি খাবো। এখনই অর্ডার করো।' তাঁদের এই মজার ভিডিয়ো দেখে দারুণ খুশি হয়েছেন অনুরাগীরা।
এক ব্যক্তি লেখেন, ‘কী দারুণ লাগছে দেখতে’ আরেকজন লেখেন, ‘আহা পুরো স্বর্গ তো!’ তৃতীয় জন লেখেন, 'আজ কটন ক্যান্ডি না দিলে খবর আছে!'
শুভশ্রীর কাজ
শুভশ্রীকে দর্শকরা শেষবার সন্তান ছবিটিতে দেখেছেন। বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবিটি। এখানে মুখ্য ভূমিকায় আছেন ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী। এছাড়া এই বছর শুভশ্রীকে বাবলি ছবিতেও দেখা গিয়েছে।
আরও পড়ুন: 'তুমি সুপারস্টার', সমালোচনা নয়, রোহিতের প্রশংসা প্রাপ্য 'নিঃস্বার্থ' ভাবে দলের কথা ভাবার জন্য! দাবি ফারহানের