মাত্র এক সপ্তাহ হয়েছে 'রাজরাজেশ্বরী রাণী ভবাণী' চালু হয়েছে স্টার জলসায়। তারপর নতুন মেগা 'কম্পাস'-এর প্রোমো প্রকাশ্যে এসেছে। তবে এই সব কিছুর মাঝে বেশ কিছুদিন আগে 'লক্ষ্মী ঝাঁপি' নামে একটি নতুন ধারাবাহিকের মোশন পোস্টার প্রকাশ্যে আনা হয়। তারপর জুন মাসে প্রকাশ্যে আসে মেগার প্রথম প্রোমো সেখানে শুভস্মিতা মুখোপাধ্যায় ও সৌরভ চক্রবর্তীর দেখা মেলে। আর এবার প্রকাশ্যে এল মেগা সম্প্রচার শুরু দিনক্ষণ।
স্টার জলসার পর্দায় কবে থেকে শুরু হচ্ছে মেগা?
শুক্রবার মেগার দ্বিতীয় প্রোমো প্রকাশ্যে এল। সেখানে শুরুতেই দেখা গিয়েছে ধাবাহিকের নায়িকা শুভস্মিতা অর্থাৎ পর্দার 'ঝাঁপি'র বিয়ে। বাড়ি ভর্তি লোকজন আর তার মাঝে সৌরভ থুড়ি ‘দীপ' ঝাঁপির খোঁজ নিতে নিতে বিয়েবাড়িতে ঢুকছে। তারপরই দেখা মেলে শ্রীপর্ণা রায়ের। তাঁকে বলতে শোনা যায়, ‘বাহ, কী সুন্দর লাগছে ঝাঁপিকে।’
আরও পড়ুন: চিকেন, মটন থেকে বেকড রসগোল্লা, রূপালির বিয়ের জিভে জলআনা মেনুতে আর কী কী ছিল? দেখে নিন
এরপর ঝাঁপির হাতে গয়না তুলে দেয় দীপ। বলে, 'এটা তোর উপহার'। এরপর ঝাঁপির বিয়ে দৃশ্য শুরু হয়। ছাতনাতলায় পিঁড়িতে চড়ে, মুখে পান পাতা ঢেকে আসে। তারপর এক ব্যক্তি এসে খবর দেয় ঝাঁপির বাবার ঊর্ধ্বতন চিট ফান্ডের মাধ্যমে জালিয়াতি করার কারণে গ্রেফতার হয়েছে। তারপরই ঝাঁপির বাড়িতে অনেক লোক চড়াও হয় তার বাবার উপর। সেই সবটা থেকে সাময়িক ভাবে ঝাঁপি তার বাবাকে রক্ষা করে। সবাইকে কথা দেয় দু'বছরের মধ্যে সে তাদের সমস্ত টাকা ফেরত দেবে। কিন্তু এই সবের মাঝে ঝাঁপির বিয়েটা মন্ডপেই ভেঙে যায়।
এক লহমায় বাড়ি শূন্য হয়ে যায়। বাড়ির দালানে একা বসে থাকে ঝাঁপি। তখনই ঝাঁপির পাশে এসে বসে দীপ। বাবার ঋণের এত টাকা কীভাবে ঝাঁপি শোধ করবে জিজ্ঞাসা করায় ঝাঁপি বলে প্রয়োজনে সে ব্যাঙ্ক খুলবে। এরপর ঝাঁপি যখন জিজ্ঞাসা করে যে, সে যুদ্ধে জয়ী হতে পারবে কিনা, তখন প্রথমে কোনও উত্তর না দিলেও কিছুক্ষণ বাদে দীপ ঝাঁপিকে বলে সে নিশ্চয়ই পারবে।
আরও পড়ুন: প্রেমিক সোহেল কীভাবে যত্ন নেয় তিয়াসার? ‘জলটাও খাইয়ে…’, দিদির মঞ্চে মুখ খুললেন নায়িকা
দ্বিতীয় প্রোমোর পাশাপাশি মেগা কবে থেকে সম্প্রচার করা হবে স্টার জলসার পর্দায় তাও প্রকাশ্যে আনা হয় চ্যানেলের পক্ষ থেকে। জানা গিয়েছে, ৩০ জুলাই অর্থাৎ বুধবার থেকে স্টার জলসার পর্দায় শুরু হবে এই মেগা। সন্ধ্যা ৬টা বেজে ৩০ মিনিটে এই ধারাবাহিকের স্লট দেওয়া হয়েছে। এই সময় স্টার জলসায় ‘গীতা এলএলবি’ সম্প্রচারিত হতে দেখা যায়। তবে এই মেগা এখন শেষ হওয়ার কোনও লক্ষণ নেই। ফলে স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে এই মেগার স্লট বদল হবে। আর চ্যানেলের পক্ষ থেকেও জানানো হয়েছে ৩০ জুলাই থেকে বিকাল ৫টা বেজে ৩০ মিনিট থেকে দেখা যাবে গীতা ‘এলএলবি’।