স্টার জলসায় এক সপ্তাহ হয়েছে সবে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ শুরু হয়েছে। আর তার মধ্যেই স্টার জলসা ফের নতুন মেগার প্রোমো প্রকাশ্যে এনেছিল সোমবার। জানা গিয়েছিল আসছে নতুন ধারাবাহিক ‘কম্পাস’। তখন ধারাবাহিকের প্রোমোতে কেবল নায়িকার ছবি সামনে এসেছিল। তবে জানা গিয়েছিল এই মেগায় নায়ক হচ্ছেন 'তোমাদের রাণী' খ্যাত অর্কপ্রভ রায়। বৃহস্পতি বার ফের প্রকাশ্যে এল কম্পাসের দ্বিতীয় প্রোমো।
নতুন প্রোমোয় কী দেখা গিয়েছে?
নতুন প্রোমোর শুরুতেই পাহাড়ে ঘেরা সুন্দর কলেজের দৃশ্য ফুটে উঠেছে। আবহে বেজে উঠেছে শাহরুখ-কাজলের বিখ্যাত গান 'হায় হায় রে হায় এয়ে লাড়কা…'-এর সুর। তারপর মেগার নায়িকা কম্পাসের এক একটা গুণের কথা বলা হয়েছে। আবহ থেকে একটি কন্ঠে ভেসে এসেছে, ‘বিন্দাস, জিনিয়াস, ক্যাম্পাসের সবার প্রিয় কম্পাস। সবাই যখন সিলেবাস শেষের দৌড়ে, তখন কম্পাস বলে…’ তারপরই শোনা যায় নায়িকার কন্ঠ স্বর। সে বলে, ‘আসল জীবন কিন্তু সিলেবাসের বাইরে।’
ফের আবহ থেকে ভেসে আসে কন্ঠ, ‘জীবনের যত চাপ, যত দুঃখ পাওয়া, কম্পাস কাছে আসলেই সব হাওয়া।’ আর তারপর গোলাপি রঙের শার্টের উপর সাদা জ্যাকেট পরে এন্ট্রি নেয় মেগার নায়ক অর্কপ্রভ। আর তাঁর সঙ্গে ধাক্কা লাগে কম্পাসের। বেশ অবাক দৃষ্টিতে সে দেখে ‘কম্পাস’কে।
আরও পড়ুন: ‘তোমার স্পর্শের জন্য আকুল হই…’, প্রবীর নয়, কার উদ্দেশ্যে এমন লিখলেন গীতশ্রী?
দেখে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে অর্কপ্রভকে সম্ভবত এই মেগায় প্রেফসরের ভূমিকায় দেখা যাবে। আর সেই কলেজেরই ছাত্রী 'কম্পাস'। যে অন্য মেয়েদের থেকে একটু আলাদা। তবে নির্মাতারা এখনও গল্পের সম্পর্কে বিশদ ভাবে কিছু প্রকাশ করেননি।