কমলিনী এবং স্বতন্ত্রর এক গভীর বন্ধুত্বের গল্প নিয়ে তৈরি ‘চিরসখা’। মধ্যবিত্ত পরিবারের এক মধ্যবয়স্ক মহিলার জীবনের এক কঠিন বাস্তবকে তুলে ধরা হয়েছে এই ধারাবাহিক। শুরুর দিকে শুধুই কমলিনী এবং স্বতন্ত্রর গাঢ় বন্ধুত্বের ছবি তুলে ধরা হলেও এই মুহূর্তে গল্পের মোড় পাল্টে গিয়েছে কারণ ২০ বছর পর বাড়ি ফিরে এসেছে কমলিনীর স্বামী চন্দ্র।
চন্দ্র ফিরে আসায় প্রথমে আনন্দ হলেও পরে পরিবারের সকলে বুঝতে পারেন, চন্দ্রের আসল রূপ কী? প্রথম স্ত্রী এবং সন্তান থাকাকালীন তিনি ফের বিয়ে করেছিলেন, যে সম্পর্কের কথা এত বছর লুকিয়ে রেখেছিলেন তিনি। তবে চন্দ্র ফিরে আসায় বিন্দুমাত্র খুশি হননি কমলিনী। স্বামীর বিরুদ্ধে ডিভোর্সের মামলা লড়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু এর মধ্যেই আবার চন্দ্রের শয়তানি বুদ্ধির শিকার হতে হয় তাঁকে।
আরও পড়ুন: সাদা শাড়ি, কপালে সিঁদুরের টিপ, তারাপীঠে পুজো দিলেন মনামী! কী ভোগ নিবেদন করলেন?
আরও পড়ুন: থালায় সাজানো খাবার,মেয়ের সঙ্গে হাসিমুখে সস্ত্রীক রূপঙ্কর,বিবাহবার্ষিকী নাকি?
এইসব টানাপোড়নের মধ্যেই হঠাৎ কমলিনীর মনে পড়ে যায় ২০ বছর আগের সেই দিনের কথা, যেদিন বাড়ি ছাড়া হতে হয়েছিল তাঁকে। স্বামীর মৃত্যুর কথা জানার পর বাড়িওয়ালা ৩ সন্তান ও শাশুড়ি সহ বাড়ি থেকে বের করে দেয় কমলিনীকে। এক লহমায় আশ্রয়হীন হয়ে পড়ে গোটা পরিবার।
বিপর্যয়ের সেই আঘাত এক মুহূর্তের জন্যও কমলিনী ও তার গোটা পরিবারকে ছুঁতে পারে না কারণ তাদের পাশে এসে দাঁড়ান স্বতন্ত্র। বিন্দুমাত্র দ্বিধা না করে গোটা পরিবারকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি। ধীরে ধীরে তিনিও হয়ে উঠেন কমলিনীর ‘সখা’। এমন এক বন্ধু, যার ভালোবাসার গভীরতা হয়তো মাপা সম্ভব নয় কারও পক্ষে। আগামী ১৩ জুলাই রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত দেখতে পাবেন এই বিশেষ পর্বটি।
আরও পড়ুন: ‘প্রজাপতি ২’ শ্যুটিংয়ের মাঝেও শুধুই ‘ধূমকেতু’, ‘গানে’-এ মজে দেব
আরও পড়ুন: কখনও ঝর্নার সামনে, কখনও নৌকায় শুয়ে, থাইল্যান্ডে একের পর এক ফটোশুট দেবচন্দ্রিমার
স্টার জলসার তরফ থেকে নতুন এই প্রমো মুক্তি পেতেই আবেগে ভাসেন দর্শকরা। একদিকে যেমন অনেকে এক পবিত্র বন্ধুত্বের কথা তুলে ধরেন তেমন অন্যদিকে বুবলাইয়ের অকৃতজ্ঞতার কথাও স্মরণ করেন বারবার। তবে সব মিলিয়ে এই নতুন প্রমো ভীষণ ভালো লেগেছে সকলের। বর্তমানের কাঁদা ছোড়াছুড়ির মধ্যে আচমকাই এই পুরোনো স্মৃতির দৃশ্য ধারাবাহিকের জনপ্রিয়তা আরও কিছুটা বাড়াবে বৈকি!