বাংলা নিউজ > বায়োস্কোপ > Srijit Mukherji: 'মানুষের থেকে বেশি বিশ্বাসী!' কোন পোষ্যকে বাড়িতে আনায় সৃজিতের ওপর খচে বন্ধুরা?
পরবর্তী খবর
Srijit Mukherji: 'মানুষের থেকে বেশি বিশ্বাসী!' কোন পোষ্যকে বাড়িতে আনায় সৃজিতের ওপর খচে বন্ধুরা?
1 মিনিটে পড়ুন Updated: 23 Feb 2024, 10:49 AM ISTSubhasmita Kanji
Srijit Mukherji: সৃজিতের বাড়িতে নতুন সদস্য এল। কিন্তু ব্যাপারটা কী? কে সে?
কোন পোষ্যকে বাড়িতে আনায় সৃজিতের ওপর খচে বন্ধুরা?
সৃজিত মুখোপাধ্যায় এদিন একটি রহস্যজনক পোস্ট করেন। সেখান থেকে এটুকু স্পষ্ট হয় যে তাঁর বাড়ির একজন সদস্য বাড়ল। কিন্তু এই নতুন সদস্যটি কে? কোনও পোষ্য? নাকি অন্য কোনও ব্যাপার?
সৃজিতের বাড়িতে কে এল?
এদিন সৃজিত মুখোপাধ্যায় একটি পোস্ট করে লেখেন, 'বাড়িতে তোমায় স্বাগত উলুপি। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল।' তাঁর এই পোস্ট দেখেই সন্দেহ দানা বেঁধেছে অনেকের মনে। তবে কি সৃজিত মুখোপাধ্যায় বাবা হলেন? তাঁর এবং মিথিলার সংসারে নতুন সদস্য এল? না না, বিষয়টা একেবারেই তেমন নয়। আসলে সৃজিত মুখোপাধ্যায় নতুন পোষ্য আনলেন বাড়িতে, তারই নাম রেখেছেন উলুপি। কিন্তু সেই পোষ্যটি কী? সেটা পোস্টে না লিখলেও কমেন্ট বক্সে চোখ রাখতেই বোঝা গেল। আস্ত একটি বল পাইথনকে পোষ্য বানিয়েছেন তিনি। আর তার জন্য তাঁর কিছু বন্ধুরা বেজায় চটেছেন অতি উত্তমের পরিচালকের উপর।
অনেকেই বিষয়টা জেনে বা না জেনেই শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে। কেউ কেউ আবার নতুন পোষ্যের ছবি চেয়েছেন। তাতে অতি উত্তমের পরিচালক লেখেন, 'বাচ্চাদের ছবি দেওয়া ঠিক নয়। আরও একটু বড় হোক।' শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখেন, 'আর তোর বাড়ি যাব না।' উত্তরে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'বল পাইথনের মতো শান্ত জীব খুব কম হয়। আর মানুষের থেকে অনেক বেশি বিশ্বাসযোগ্য, শান্তও।' কেউ আবার এই পোস্টে লেখেন, 'অবশেষে তাহলে আপনার সাপ-মোচন হল!'
ভারতে যে ধরনের সাপ পাওয়া যায় সেগুলোকে পোষ্য হিসেবে রাখা যায় না। তবে বিদেশেই কেবল পাওয়া যায় এমন সাপ পোষ্য হিসেবে রাখা যেতে পারে। ভারতে মূলত আমেরিকান কর্ন এবং বল পাইথনকে পোষ্য হিসেবে রেখে থাকেন অনেকে।