জঙ্গলে থাকা পাইথন এখন থাকে সৃজিত মুখোপাধ্যায়ের বাড়িতে। আসলে শখ করে বাড়িতে পাইথন পুষেছেন পরিচালক। কন্যা সন্তানের ‘বাবা’ হয়েছেন তিনি। ‘মহাভারত’ মহাকাব্যের এক চরিত্র থেকে নামকরণ করেছেন তাঁর মেয়ের। কেরলের এক পাইথন বাড়িতে আনিয়েছেন। বাড়িতে নতুন সদস্য আসার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন।
আদর করে সৃজিত নিজের পাইথন ‘কন্যা’র নাম রেখেছেন উলূপী। বয়স ১১ মাস। ‘মহাভারত’ মহাকাব্যের এক সাপের নাম থেকে কন্যার নামকরণ করেছেন ‘উলূপী’। এত দিন পোষ্যকে আড়ালেই রেখেছিলেন সৃজিত। আন্তর্জাতিক নারী দিবসের দিন নিজের মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন পরিচালক। কেমন দেখতে সৃজিতের মেয়েকে? সাদা বিছানায় বালিশের মধ্যে মুখে বের করে রয়েছে ছোট্ট উলূপী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে মেয়ের ছবি পোস্ট করেছেন পরিচালক। আরও পড়ুন: ছেলের সঙ্গে হাজির অজয়, জয়দীপের টি-শার্টে চমক, আর কারা এলেন ‘শয়তান’-এর প্রিমিয়ারে
কালোর মধ্যে হলদে ছোপ উলূপীর গায়ে। সকলের সঙ্গে সরীসৃপ কন্যার পরিচয় করিয়ে দিয়ে পরিচালক ছবির ক্যাপশনে কবীর সুমনের গাওয়া গানের একটি পঙ্ক্তি লিখেছেন, ‘তুই হেসে উঠলেই সূর্য লজ্জা পায়’। বনে জঙ্গলে থাকা এই পাইথন এখন থাকে সৃজিত মুখোপাধ্যায়ের লেক গার্ডেন্সের ফ্ল্যাটে, পরিচালকের বেডরুমে। তাঁদের আদর করে লালন-পালন করছেন সৃজিত।