বিগত কয়েক মাস ধরেই তুঙ্গে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের তরজা। বারেবারে তাঁদের সমস্যা প্রকাশ্যে এসেছে। এবার জানা গেল পুরনো পরিচালক গিল্ডে ফিরে গিয়েছেন একাধিক পরিচালক। তালিকায় আছেন সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীলরা।
কী ঘটেছে?
ইস্ট ইন্ডিয়া মশন পিকচার্স ডিরেক্টরস অ্যাসোসিয়েশনে নাকি কিছু পরিচালক ফের ফিরতে চান এমনটাই ফেব্রুয়ারি মাসে শোনা গিয়েছিল। এবার সেটাই বাস্তবায়িত হল। সেই সময়ই শোনা গিয়েছিল যে অরিন্দম শীল, রাহুল মুখোপাধ্যায় অর্থাৎ যে পরিচালককে নিয়ে প্রথম ২০২৪ সালে যু্যুধান হয় দুই পক্ষ তিনি সহ আরও অনেকেই। মতবিরোধের কারণে তাঁরা উক্ত সংগঠন ছেড়ে বেরিয়ে আসেন। এবং তৈরি হয় ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া। এবার সেই সংগঠক ছেড়ে অনেক পরিচালক আবার ঘর ওয়াপসি করলেন।
ফেব্রুয়ারি মাসে তাঁরা ঘর ওয়াপসি করতে চেয়ে আবেদন করেছিলেন। অবশেষে, ১ মার্চ, শনিবার ইস্ট ইন্ডিয়া মশন পিকচার্স ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের বার্ষিক বৈঠকে তাঁদের ফেরানো হল পুরনো পরিচালক গিল্ডে। সেই গিল্ডের নতুন কার্যকরী সভাপতি হয়েছেন অনুপ সেনগুপ্ত। এদিন সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, রাহুল মুখোপাধ্যায় সহ প্রায় ১৫ জন পরিচালক পুরনো সংগঠনে ফিরেছেন বলেই আনন্দবাজারকে জানিয়েছেন ইস্ট ইন্ডিয়া মশন পিকচার্স ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের ক্যাশিয়ার শুভম।
শুধু তাই নয় জানা গিয়েছে এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। সংগঠনের সভাপতি পদে থাকবেন স্বপন সাহা। তবে এতদিন যেভাবে দুটো পরিচালক গিল্ড যে সমান ভাবে চলে এসেছে, আগামীতেও তেমন ভাবেই চলবে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন: ক্যামেরা থেকে মেকআপ, গিফট কার্ড: এনগেজমেন্টে কী কী উপহার পেলেন সুকান্ত - অনন্যা?