প্রেমটা বহুদিনের তবে বিয়ে করেছেন মাত্র ১ বছর। আবার বিয়ের বছর ঘোরার আগেই বাবা-মা হয়ে গিয়েছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। ছোট্ট কৃষভির বয়স এখন মাত্র আড়াই। এরই মাঝে নতুন কথা ঘোষণা করলেন কাঞ্চনের নতুন বউ।
কী এমন জানিয়েছেন শ্রীময়ী?
অভিনেত্রী তথা বিধায়ক পত্নী শ্রীময়ী চট্টরাজ জানাচ্ছে, চলতি বছরই তাঁরা বেলুড়মঠ থেকে দীক্ষা নেওয়ার কথা ভেবেছেন। তবে নাহ, দীক্ষা নিলেও সংসার ত্যাগের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন বিধায়ক পত্নী।
সম্প্রতি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ভিডিয়ো উঠে আসে। যেখানে শ্রীময়ী তাঁর ঘরের একটি দেওয়ালে সাজানো বেশকিছু ছবি তুলে ধরেছেন। যেখানে সবথেকে উপরে ছিল রামকৃষ্ণ দেব ও সারদা মায়ের ছবি। শ্রীময়ী বলেন, ‘এই ছবিটা আমাকে আমার মা দিয়েছেন। খুব শীঘ্রই আমরা বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেব।’ তারপরই জগন্নাথের ছবি দেখিয়ে শ্রীময়ী বলেন, ‘কাঞ্চন প্রচণ্ড ভক্ত, জয় জগন্নাথ, এই ছবিটা আমাদের পুরী থেকে আনা।’ আর এরপরই কাঞ্চনও তাঁর মায়ের ছবি দেখিয়ে শ্রীময়ী বলেন, ‘এটা হচ্ছে কাঞ্চনের মা আর ও, এটা অত্যন্ত একটা প্রিয় ছবি। কাঞ্চনের সঙ্গে ওর মায়ের খুব কম ছবি আমি পেয়েছি। তারমধ্যে থেকে এটা আমার ভালো লেগেছে, তাই এটা রেখেছি।’
আরও পড়ুন-দেব ও শিবপ্রসাদের ফ্যানক্লাবের ঝগড়া, অশালীন আক্রমণ নিয়ে এবার সরব স্বস্তিকা, কী মত তাঁর?