আরজি কর কাণ্ডে শুরু থেকেই সরব শ্রীলেখা মিত্র। ঘটনার প্রতিবাদে সাধারণের সঙ্গে পা মিলিয়ে পথে নেমেছেন অভিনেত্রী। এমনকি মুখ্যমন্ত্রী উদ্দেশ্যও প্রশ্ন ছু়ড়ে দিয়েছেন তিনি। এবার আরজি-করের ঘটনায় খোদ সকলের 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করতেও ছাড়লেন না শ্রীলেখা।
কিন্তু কেন 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্রীলেখা? কী বলেছেন তিনি?
বৃহস্পতিবার পথে নেমে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখাকে বলতে শোনা গেল, ‘সরি টু সে সৌরভ গাঙ্গুলি। সৌরভ আমি সত্যিই দুঃখিত যে, তোমাকে মানুষ যেভাবে, তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন। তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো!… এইসব সোহম হর্লিক্সের পার্টি, তারা বলছে পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার এটা মোক্ষম সময় হয়ে গিয়েছে। যে মানুষগুলোকে আমরা উপরে রেখেছি, তাঁরা মানুষ বলার যোগ্য নয়। তাঁদের টেনে নামিয়ে আনো নীচে।’