আরজি কর কাণ্ডের প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পথে নেমে করেছেন প্রতিবাদ। এখনও একইভাবে আরজি করের ঘটনায় আওয়াজ তুলতে ছাড়ছেন না শ্রীলেখা। ১ অক্টোবর মহালয়ার ঠিক আগের দিন রাত দখলের কর্মসূচি নেওয়া হয়েছিল শহরের বিভিন্ন প্রান্তে। এর মধ্যে গড়িয়া সংলগ্ন অজয় নগর এলাকার কর্মসূচিতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র।
অজয় নগর মোড়ের সেই কর্মসূচিতে রাস্তায় নেমে নৃত্যের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলতে দেখা গেল শ্রীলেখা মিত্রকে। ‘পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা’ গানের সঙ্গে আরও এক তরুণীর সঙ্গে প্রতিবাদী নৃত্য পরিবেশন করতে দেখা গেল শ্রীলেখাকে। কালো পাড় সাদা শাড়ি পরে নাচতে দেখা গেল তাঁকে। নাচের এই ভিডিয়োটি পোস্ট করে ইনস্টাগ্রামে শ্রীলেখা নিজেই নিজের নাচের সমালোচনা করে লেখেন, ‘একটু ঘাড় কাৎ করতে হবে যদিও বাধ্যতামূলক নয়।’ পরে লিখেছেন, ‘রাত দখলের ডাকে গড়িয়াতে। কোনওরকম প্রস্তুতি ছাড়াই। যদিও জানি, কেউ কেউ এখনই আমার বডি শেমিং শুরু করবেন।’
আরও পড়ুন-প্রেমিকা নয়, হবু শাশুড়ি মা-কে I Love You বলে গান গাইলেন দেব! লজ্জায় লাল রুক্মিণী
আরও পড়ুন-'রেপ-টেপ সব জায়গাতেই হয়…' বলে বিতর্ক এখন অতীত! লন্ডনে পুজোর অনুষ্ঠানের মহড়ায় ডোনা