খুদেরা দাদাগিরিতে এলে বয়স যেন একধাক্কায় অনেকখানি কমে যায় সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এবারও কচিকাঁচাদের সামনে পেয়ে মনখোলা আড্ডায় সামিল হতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এমনকী, প্রেম নিয়ে টিপসও দিলেন এক খুদে প্রতিযোগীকে।
খুব অল্প বয়স থেকেই প্রেম ছিল সৌরভ আর ডোনা গঙ্গোপাধ্যায়ের। টিউশন কাট করে দেখাও করতেন। এমনকী, বাড়ির কাউকে না জানিয়েই হয়েছিল রেজিস্ট্রি। তাই প্রেম নিয়ে টিপস দেওয়ার ক্ষেত্রে আর কে ভালো পারবেন সৌরভের থেকে!
আরও পড়ুন: একবারও হাসপাতালে আসেনি মেয়ে, বাড়ি ফিরলেন ‘ব্রজবালা’ বাসন্তীদেবী! কবে ফিরছেন গীতা এলএলবি-র সেটে
দাদাগিরি খেলতে এসেছিল এক বিরিয়ানি-প্রেমী খুদে। সে আবার জানাল একটি গার্লফ্রেন্ডও আছে তাঁর। যাকে নিয়ে সে আবার খেতে যায় বিরিয়ানি। তাও আবার হাত ধরে। এই বয়সেই এত কাণ্ড শুনে রীতিমতো চোখ কপালে সৌরভের। জানতে চান, ‘মা বাবা জানে?’ তাতে ওই খুদের জবাব, মা-বাবারও পছন্দ তার বান্ধবীকে। আর এই সময়ই পাশ থেকে আরেক খুদে বলে ওঠে, তাঁরও বান্ধবী আছে। তবে স্কুলথেকে তাড়িয়ে দেওয়ার ভয়ে সে আবার সামনে আনল না বান্ধবীর নাম। শুধু জানাল, ভ্যালেন্টাইন্স ডে-র দিন সে নিজের বান্ধবীকে একটি গোলাপ ফুল উপহার দিয়েছে। আক বলেছে আই লাভ ইউ-ও।
আরও পড়ুন: বাবাকে হারিয়ে পেয়েছিলেন ‘দেবতা’, সেই কাছের মানুষই ছেড়ে গেল সুদীপাকে
আর তাতেই প্রথমের সেই বাচ্চাটিকে সৌরভ বললেন, ভ্যালেন্টাইন্স ডে কবে না জানার জন্য নাকি তাঁর বান্ধবীই টিকবে না! ছেড়ে চলে যাবে। যদিও সবটাই হল মজার ছলে। আর উলটো দিকে, দর্শকাসনে থাকা সেই ছোট দুটি বাচ্চার মা-বাবার মুখ তখন রীতিমতো লজ্জায় লাল।
আরও পড়ুন: মিতিন মাসির শ্যুটে আলনা বোন ফ্র্যাকচার! কেমন আছেন এখন, জানালেন কোয়েল
এদিকে, খুব জলদি বড় পর্দায় আসার কথা আছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ২০২১ সালে সেই ছবির ঘোষণা হলেও, কাজ এখনও শুরু হয়নি। রণবীর থেকে হৃতিক, একাধিক নায়কের নাম ক্যানসেল হওয়ার পর শোনা যাচ্ছে, আয়ুষ্মান খুরানা থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে। শুরুতে শোনা গিয়েছিল রজনীকান্ত কন্য়া ঐশ্বর্য এই ছবি পরিচালনা করতে পারেন, তবে বর্তমানে রিপোর্ট বলছে সৌরভের বায়োপিকের জন্য প্রযোজ লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে ‘জুবিলি’ পরিচালক বিক্রম আদিত্য মোটওয়ানির।