
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সৌরভ গঙ্গোপাধ্যায় সম্প্রতি আরজি কর কাণ্ড নিয়ে বেশ কিছু বেফাঁস মন্তব্য করে বসেন। বাদ যাননি তাঁর স্ত্রী ডোনাও। তাঁরা প্রতিবাদে সামিল হলেও, বিতর্কিত মন্তব্য করায় তাঁদের যারপরনাই কটাক্ষের মুখে পড়তে হয়। কিন্তু পুজোর আগে সেসব ভুলে প্রকৃত মানবতার উদযাপনে মাতলেন বাংলার দাদা। পাশে দাঁড়ালেন ২০০ টি অনাথ শিশুর।
মহাপঞ্চমীতে সৌরভ গঙ্গোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন আপনজন নামক একটি হোমে। এই হোমের যাঁরা আবাসিক তাঁরা তাঁদের বাবা মায়ের থেকে দূরে আছেন। এঁদের মধ্যে কেউ বিশেষ ভাবে সক্ষম, তাঁদের বাবা মায়েরা সেই কারণে ছেড়ে গিয়েছে। তাঁদের হাওড়া, পার্ক সার্কাস ইত্যাদি জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। কেউ আবার অনাথ। এদিন এই শিশুগুলোর পাশে দাঁড়ালেন সৌরভ।
সৌরভ গঙ্গোপাধ্যায় এদিন অনেকটা সময় এই আপনজন হোমে কাটালেন শিশুদের সঙ্গে। তাঁদের জন্য তিনি এদিন খাতা, বই, পেন সহ চকলেট, ইত্যাদি নিয়ে গিয়েছিলেন। সঙ্গে উপহার দিলেন সময়ও। একই সঙ্গে এদিন তিনি এই ২০০ টি শিশুর পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। সঙ্গে তাঁদের অন্যান্য সমস্ত দায় দায়িত্ব, খরচও। তিনি আবারও বুঝিয়ে দিলেন কেন তাঁকে বাংলার গর্ব বলা হয়।
প্রসঙ্গত সৌরভ গঙ্গোপাধ্যায় যে এখানে প্রথমবার এলেন সেটাই নয়। তিনি আগেও এখানে এসেছেন। শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন। তবে এবার আরও একটু বেশি করে জড়িয়ে গেলেন তাঁদের সঙ্গে।
আরও পড়ুন: 'আপনার না অশৌচ', পঞ্চমীতে দেবীর আগমন শ্রুতির বাড়িতে! ছবি দিতেই কটাক্ষ নেটপাড়ার
আরও পড়ুন: চার্জশিট - সূত্রের খবরের ফারাক জানেন না কিঞ্জল! 'ডাক্তারবাবু'কে পড়াশোনা করার 'পরামর্শ' TMCP নেত্রীর
এই বছর ইতিমধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে দুর্গা প্রতিমা চলে এসেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চতুর্থীর দিন, অর্থাৎ সোমবার, ৭ অক্টোবর তিনি হাওড়ার একটি পুজোর উদ্বোধনে গিয়েছিলেন। জানান এটাই তাঁর প্রথম এবং শেষবার। তিনি কখনও কোনও উদ্বোধনে থাকেন না বলেও জানান।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports