1 মিনিটে পড়ুন Updated: 08 Jan 2024, 07:04 PM ISTSubhasmita Kanji
Sourav-Dona: দাদাগিরি ১০ এ মাঝে মধ্যেই সৌরভকে তাঁর পরিবার নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়। এবার অন্য একটি খেলায় ডোনাকে নিয়ে প্রশ্ন করায় কী বললেন সৌরভ?
গুণে নয় ফাঁসির সাইন দেখে স্ত্রীকে চিনলেন সৌরভ!
সৌরভ গঙ্গোপাধ্যায় একজন অতি দক্ষ সঞ্চালক সেটা সকলেই এতদিনে জেনে গিয়েছেন। এখন তো দাদাগিরি আর সৌরভ দুটি যেন সমার্থক হয়ে গিয়েছে। আর এই রিয়েলিটি শোতে হামেশাই সৌরভকে তাঁর পরিবার নিয়ে প্রশ্ন করা হয়। সে সব প্রশ্নের উত্তর দাদাও বেশ মজার ছলেই দেন। এবারও তার অন্যথা হল না।
তবে সম্প্রতি একটি ক্লিপ প্রকাশ্যে এসেছে, যেখানে সৌরভকে সঞ্চালনা নয়, বরং খেলতে দেখা যাচ্ছে। সেই শোতে সৌরভকে বেশ কিছু ছবি হাতে ধরিয়ে বলা হয় তিনি মাথার উপর করে সেই ছবিগুলো দেখাবেন। সেটার অভিনয় করে দেখালে তাঁকে সঠিক উত্তর গেস করতে হবে। তবে তাঁর হাতে থাকা প্রথম নামটা বুঝতেই সৌরভ নাকানি চুবানি খেলেন। তারপর যদিও এক এক করে একাধিক নাম অনুমান করলেন। কিন্তু যতই তাঁকে অভিনয় করে দেখানো হোক না কেন তিনি সঠিক নামটা কিছুতেই আন্দাজ করতে পারলেন না।
উল্টো দিকে থাকা মানুষটির অভিনয় দেখে যখন সৌরভ একটার পর একটা প্রশ্ন করে চলেছেন তখন তাঁর হাতে ধরা ডোনার ছবি। অথচ নিজের স্ত্রীকেই চিনতে পারেন না। উল্টে জিজ্ঞেস করতে থাকেন, বিয়ে হয়েছে? নাচ করে? শাকিরা? শাশ্বত তাঁকে যখন খোঁচা দেন যে বাড়ি ফিরতে হবে কিন্তু বলে তখনও তিনি বুঝে উঠতে পারেন না যে তাঁর হাতে ডোনার ছবি। বরং বলে বসেন জেনিফার লোপেজের নাম।