আজ সন্ধ্য়ায় সৌরভে বাঁধা পড়ছেন দর্শনা। সকলকে অবাক করে গত মাসের শেষেই বিয়ের সুখবর ভাগ করে নিয়েছিলেন তাঁরা। সৌরভ-দর্শনা যে প্রেম করছেন, এমন আভাস স্পষ্ট হওয়ার আগেই সোজা বিয়ের পিঁড়িতে দুজনে! প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে জোরকদমে। দর্শনার অধিবাস আর আইবুড়ো ভাতের লুক তো রীতিমতো ভাইরাল।
বাঙালি রীতি মেনে ঘটা করেই বিয়ে করছেন সৌরভ-দর্শনা। শুক্রবার তপসিয়ার অর্কিড ব্যাঙ্কোয়েট অ্যান্ড গার্ডেনে বসবে বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় বিয়ে নিয়ে টুকিটকি আপডেট দিচ্ছেন দুজনেই। এবার ফাঁস সৌরভ-দর্শনার বিয়ের কার্ড। এই বিয়ের সবটাই স্পেশ্যাল আর কাস্টমাইজড। রুপো-সোনার জরি দিয়ে পাঁচ মাস ধরে তৈরি হয়েছে দর্শনার বিয়ের বেনারসি, গাছকৌটো একদম ইউনিক আর কার্ডে চমক থাকবে না তা কী হয়?
বিশেষভাবে তৈরি এই কার্ডের খামটি সোনালি, কার্ডের ভিতরে দেখা যাবে সৌরভকে জাপটে ধরে রয়েছেন দর্শনা। দুজনের কার্টুনাইজড ভার্সন ধরা পড়েছে বিয়ের কার্ডে। লালে টুইনিং দুজনের। দর্শনার পরনে লাল শাড়ি, সৌরভের লাল পাঞ্জাবি। যেন ঠাকুর বাড়ির সাজানো বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। গাঁদা ফুলের মালা, কলাগাছে সাজানো সেই বারান্দা দেখেই বিয়ের একটা ফিল আসবে। কার্ডের ভিতরে লেখা পাত্র ও পাত্রীর পরিচয়। তারকনাথ বনিক ও পূর্বা বনিকের কন্যা দর্শনার সঙ্গে সমীর কুমার দাস ও অজন্তা দাস পুত্রের শুভ বিবাহ।

সৌরভ-দর্শনার বিয়ের কার্ড
সৌরভ-দর্শনার অরিজিন্যাল ছবিকে ফটোশপের মাধ্য়মে বিশেষ রূপ দেওয়া হয়েছে। কার্টুনাইজ করা ছবির অরিজিন্যালটিতে আধুনিক রেস্তরোঁয় হবু বরকে জাপটে রয়েছেন দর্শনা।

সৌরভ-দর্শনার বিয়ের কার্ডে থাকা ডুডলিং-এর অরিজিন্যাল ছবি
বুধবার মিটেছে সৌরভ-দর্শনার আর্শীবাদ পর্ব। কথামতোই আর্শীবাদে গোলাপি বেনারসিতেই সেজেছিলেন দর্শনা। বৃহস্পতিবার ছিল দর্শনার অধিবাস, আইবুড়ো ভাত পর্ব। বৃদ্ধি পুজোও সম্পন্ন হয়েছে।
এদিন সকাল থেকেই বাড়িতে গায়ে হলুদের তোড়জোড়। গোধূলি লগ্নে পরস্পরকে মালা দেবেন সৌরভ-দর্শনা। গায়ে হলুদে হলুদ রঙা একটি বেনারসি পরবেন দর্শনা, বিয়ের রাতে টুকটুকে লাল রুপো-সোনার জরির কাজের বেনারসি।
অল্প হলেও সত্যি’র সময় থেকে শুরু সৌরভ-দর্শনার বন্ধুত্ব।‘গোলেমালে গোল’-এর সেটে সেই বন্ধুত্বে নতুন রং লাগে। আপতত জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন দর্শনা। অন্য়দিকে দর্শনার তাঁকে বিয়ে করা নিয়ে নানামুনির যে এত মত তার জবাব দিয়েছেন সৌরভ। অভিনেতা বলেন, ‘দর্শনার আমাকে এখনও ফালতু লাগেনি। তাই আমরা বিয়েটা করছি। পরে যদি লাগে, সেই ব্যক্তিকে ম্যাসেজ করে বলে দেব, ‘ভাই ঠিকই বলেছিলে’।
এর আগে অনিন্দিতা বসুর সঙ্গে লিভ ইন করেছেন সৌরভ। মধুমিতা সরকারের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। সহবাসে বিশ্বাসী নন দর্শনা। তাই সোজা বিয়ের পিঁড়িতে অভিনেত্রী। কটাক্ষ-সমালোচনা উপেক্ষা করে নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন সৌরভ-দর্শনা।