কলকাতা হাইকোর্টের অনুমোদনে কপিরাইট সমস্যা ও মিথ্যে কেসের বেড়াজাল কাটিয়ে মুক্তি পেতে চলেছে ‘শুধু যাওয়া আসা’। জানুয়ারি মাসের শুরুতেই মুক্তি পাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়ের শেষ ছবি, ‘শুধু যাওয়া আসা’।
'শুধু যাওয়া আসা'
তাঁরা দুজনেই আর নেই। তবে না থেকেও আছেন, বেঁচে আছেন ছবির দুনিয়ায়। আছেন সিনেমাপ্রেমীদের মনে। বাংলার এই দুই নক্ষত্রের নাম সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়। ২০২০তে একই বছর, এক মাসের ব্যবধানে এই দুনিয়ার মোহ ত্যাগ করে চলে গিয়েছিলেন তাঁরা। তবে আরও একবার তাঁরা ফিরছেন তাঁদের প্রিয় দর্শকদরবারে, সকলকে আরও একবার তাঁরা জানাবেন, এ জীবন ‘শুধু যাওয়া আসা’।
জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের অনুমোদনে কপিরাইট সমস্যা ও মামলার বেড়াজাল কাটিয়ে মুক্তি পেতে চলেছে ‘শুধু যাওয়া আসা’। জানুয়ারি মাসের শুরুতেই মুক্তি পাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মনু মুখোপাধ্যায়ের শেষ ছবি, ‘শুধু যাওয়া আসা’।
মনোজ মিত্রের লেখা এই ছবির গল্প সমস্ত বৃদ্ধ ব্যক্তিদের কথা বলবে, যাঁদের পৃথিবীতে কেউ নেই তাঁদের কথা বলবে। এই ছবির কাজ শুরু হয়েছিল ২০১৬-১৭ সালে। তবে নানা কারণে ছবির কাজ অসম্পূর্ণ থেকে যায়। একজন পরিচালক ছবি শুরুর পর সবসময় একজন ভালো প্রযোজকের সন্ধান করেন। ঠিক তেমনই পরিচালক মণীশ ঘোষও একজন ভালো প্রযোজক খুঁজছিলেন।