ফেডারেশন-ডিরেক্টরস গিল্ডের সংঘাতের মাঝে শ্যুটিংয়ে সুজিত-অনিন্দ্যরা
চরমে পৌঁছেছে ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের সংঘাত। সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকরা। মঙ্গলবারও বহাল একই অবস্থা। রাহুল মুখোপাধ্যায়কে একদিকে SVF এর আসন্ন পুজো রিলিজ ছবির পরিচালক হিসেবে চান পরিচালকরা। অন্যদিকে ফেডারেশন এবং টেকনিশিয়ানরা সেটা মানতে নারাজ। এই নিয়েই অচলাবস্থা টলিউডে। তবে এসবের মাঝেই এদিন শহরে শ্যুটিং করলেন ভিকি ডোনর, অক্টোবর খ্যাত পরিচালক সুজিত সরকার।
টলিগঞ্জের একটি জনপ্রিয় স্টুডিওতেই এদিন শ্যুটিং করেন সুজিত সরকার। একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেন তিনি এদিন। সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন সেটে। হাজির হয়েছিলেন টেকনিশিয়ানরাও।
অন্যদিকে শহর থেকে দূরে শাসনের একটি জায়গায় আসন্ন ধারাবাহিকের শ্যুটিং সারেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, অরুণিমা হালদার এবং মৈনাক বন্দ্যোপাধ্যায়। জি বাংলায় আসছে এই মেগা। ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাবে এখানে।
ফলে ফেডারেশন এবং পরিচালকদের এই জট কবে কাটবে সেটা নিশ্চিত নয়। টলি পাড়াও আবার কবে স্বাভাবিক হবে সেটাও স্পষ্ট নয়। তবে তার মধ্যেই টুকটাক কাজ শহরের বুকে চলছে বলেই জানা গিয়েছে।
সোমবার রাতে প্রসেনজিতের বাড়িতে পরিচালকদের আলোচনার পর জানানো হয় আগামীকাল মানে মঙ্গলবারও পরিচালকেরা ফ্লোরে যাবেন না এই সিদ্ধান্ত বহাল রইল।কারণ মিটিংয়ে ১২০ থেকে ১৩০জন পরিচালক উপস্থিত ছিলেন। এবং সবাই একত্রে এই সিদ্ধান্ত সমর্থন করেছেন! কারণ তাঁরা সম্মানের সঙ্গে কাজ করতে চান।