জোর কদমে পাত্র দেখা চলছে। তবে পাত্র এবং পাত্র বাড়ির লোক যেই শুনছেন সুধা ডিভোর্সী, তখনই সেই বিয়ের আলোচনায় দাঁড়ি পড়ছে। নতুন পাত্রের সঙ্গে একান্তে কথা বলার সময় নিজের জীবনের কঠিন সত্যিটা বলেই ফেলছেন 'সুধা' সোনামণি। পাত্রপক্ষের কাছে নিজের সত্যিটা বলে ফেলায় নিজের বাড়ির লোকের কাছেও গালমন্দ শুনতে হচ্ছে সুধাকে, তাঁকে তো সরাসরি তাঁকে বলেই দেওয়া হল, ‘বিয়ে না করে সারাজীবন আমাদের ঘাড়ে বসে থাকবি তাই তো, তোর জন্য তো তোর বোনেদেরও সর্বনাশ হবে!’
এমনই এক গল্প নিয়েই স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'শুভ বিবাহ'। বুধবার প্রকাশ্যে আসা ধারাবাহিকের প্রমোয় উঠে এসেছে এমনই একটা গল্প। যেখানে দেখা যায়, যে যাই বলুক, সুধা জানায় 'নিজের সত্যিটা লুকিয়ে আমি বিয়ে করতে চাই না মা'। এদিকে এরই মাঝে বড় পরিবারের ছেলে তেজ-এর সঙ্গে বিয়ের সমন্ধ আসে সুধার। তবে সেখানেও সেই একই বাধা। ছেলের ঠাকুমা কাননদেবী জেনে যায় মেয়ে ডিভোর্সী। ব্যস, তৎক্ষণাৎ এল প্রত্যাখ্যান।
এদিকে সুধা নিজে এমন একটা সংস্থায় কাজ করে, যার উপর থাকে বিয়ে বাড়ি সহ বিভিন্ন অনুষ্ঠান সাজিয়ে তোলার দায়িত্ব। এমনই এক বাড়ি বাড়ি সাজাতে গিয়েই নিজের নায়কের সঙ্গে দেখা হল সুধার। বেসামাল হয়ে পড়েই যাচ্ছিল সে, তাকে এসে ধরল তেজ। তবে কি শত বাধার মাঝেই শুরু হবে নতুন প্রেমের গল্প? 'শুভ বিবাহ'র নতুন প্রোমো তেমনই ইঙ্গিত দিচ্ছে।