বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে শুভ বিবাহ ধারাবাহিকে। সেখানে তিনি অভিনয় করছেন এক ডিভোর্সী মেয়ের চরিত্রে, যে আবার জীবনকে আরও একটা সুযোগ দিয়েছে। বিয়ে করেছে দ্বিতীয় বার। আর এখানেই যেন নায়িকা সুধা ওরফে সোনামণি সাহার রিল রিয়েল লাইফ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। বাস্তবেও কি দ্বিতীয় ইনিংস শুরু করবেন সোনামণি? কী জানালেন?
আরও পড়ুন: খাদান বনাম সন্তান বিতর্ক অতীত? দেবকে নিয়ে রাজ বললেন, 'ওর আমাকে না লাগলেও, আমার ওকে প্রয়োজন'
ডিভোর্স প্রসঙ্গে কী জানালেন সোনামণি?
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সোনামণি সাহা জানান এই বছরই তিনি ডিভোর্স পেয়েছেন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, 'এই বছরের ফেব্রুয়ারি মাসে বিবাহবিচ্ছেদ হয়েছে। জীবনের ওই অধ্যায় আর মনে করতে চাই না।' বিচ্ছেদের পর ডিভোর্সী বলে কোনও খোঁচা শুনতে হয়েছে কি? এই বিষয়ে অভিনেত্রীর জবাব তাঁর আশেপাশে অনেক সুস্থ মস্তিষ্কের মানুষ ছিলেন, তাই তিনি ডিভোর্সী বলে কেউ তাঁকে দূরে সরিয়ে দেননি। তবে এদিন সোনামণি সাহা জানান যে তাঁকে সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে না যেতে হলেও, এমন কিছুর সম্মুখীন তিনি না হলেও অনেককেই যে পড়তে হয় সেই কথা তিনি জানেন।
সুধার সঙ্গে কি সোনামণি সাহার মিল আছে? এই বিষয়ে তিনি জানিয়েছেন তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে তাঁর করা চরিত্রের কোনও মিল নেই, কারণ তাঁর মতে সুধার জীবনের করায় অনেক কঠিন।
তুঙ্গে প্রতীক সেনের সঙ্গে তাঁর প্রেমের জল্পনা। এই বিষয়ে কী মত সোনামণির?
সোনামণি সাহা এদিন একেবারেই নাকচ করে দেন তাঁর এবং প্রতীক সেনের প্রেমের জল্পনা। জানান তাঁরা কেবলই ভালো বন্ধু। একসঙ্গে দুটো প্রজেক্ট (এক্কা দোক্কা এবং মোহর) করার পর তাঁদের রসায়ন এখন দারুণ ভালো। সোনামণি সাহার কথায়, 'আমরা দুজনেই দুজনের সিরিয়াল দেখে মতামত দিই। আমার কোনও সিন ভালো লাগলে ও সঙ্গে সঙ্গে মতামত দেয়। প্রতীক ভালো কথা বলতে পারে, সুন্দর করে গুছিয়ে। আমি পারি না।'
সুধা ডিভোর্সের পর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছে, সোনামণিও কি করবে?
এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন আপাতত তিনি এসব নিয়ে ভাবতে চান না। সময়ের স্রোত যেভাবে তাঁকে নিয়ে যাবে তিনি সেভাবেই যাবেন।
আরও পড়ুন: ফের যৌন হেনস্থার শিকার অভিনেত্রী! গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা
প্রসঙ্গত সোনামণি সাহাকে বর্তমানে শুভ বিবাহ সিরিয়ালে দেখা যাচ্ছে। অন্যদিকে প্রতীক সেনকে দেখা যাচ্ছে স্টার জলসার আরেক ধারাবাহিক উড়ানে।